32 C
Dhaka
শুক্রবার, জুলাই ১১, ২০২৫
একুশে ৭১অর্থনীতিঅনলাইন ভিত্তিক বাস্তবধর্মী ব্যাতিক্রমী প্লাটফর্ম ("উদ্যোক্তার মতে,উদ্যোক্তার পথে")

অনলাইন ভিত্তিক বাস্তবধর্মী ব্যাতিক্রমী প্লাটফর্ম (“উদ্যোক্তার মতে,উদ্যোক্তার পথে”)

১৬ অগাস্ট ২০২২ থেকে চালু হওয়া অনলাইন ভিত্তিক বাস্তবধর্মী ব্যাতিক্রমী প্লাটফর্ম (“উদ্যোক্তার মতে,উদ্যোক্তার পথে।” EMEP)

(লার্নিং & আর্নিং প্রজেক্ট)

সর্বপ্রথম গ্রুপের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সাহেবের একটা আইডিয়া থেকেই এর যাত্রা শুরু,তিনি নিজে সেলস & মার্কেটিং এ কাজ করছেন এবং বর্তমান ডিজিটাল সামাজিক পরিস্থিতিকে কিভাবে কাজে লাগিয়ে বাংলাদেশের ক্ষুদ্র উদ্যোক্তাদের পণ্যগুলো সর্বোচ্চ বিক্রয় উপযোগী করে তুলা যায় তার জন্য যে সকল সহযোগীতা প্রয়োজন তা প্রাতিষ্ঠানিক পদ্ধতি অবলম্বন করার চেস্টা করছেন।উনার মূল আইডিয়া হল বিনামূল্যে উদ্যোক্তাদের প্রশিক্ষিত করে গড়ে তোলা এবং সবাই সবার সহযোগি হয়ে কাজ করে EMEP পরিবারের প্রতিটি উদ্যোগকে এক একটা শিল্প প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা। যেন বাংলাদেশের প্রতিটি পরিবার পর্যায়ক্রমে এর সুফল ভোগ করতে পারে। এই আইডিয়াকে সমর্থন করে ইতোমধ্যে দ্বিকক্ষ (উচ্চ কক্ষ+ নিম্ন কক্ষ) বিশিষ্ট কমিটি গঠনের মাধ্যমে  সুনির্দিষ্ট লক্ষে এগিয়ে চলছে এ প্লাটফর্ম ।এখানে উচ্চ কক্ষ সিদ্ধান্ত গ্রহন করছে এবং নিম্ন কক্ষের সকল সেচ্ছাসেবীগণকে নিয়ে তা বাস্তবায়ন প্রক্রিয়া হচ্ছে নিয়মতান্ত্রিকভাবে। তারই ধারাবাহিকতায় গত ১৭ মার্চ ২০২৩ তারিখে হয়ে গেল কিশোরগঞ্জ জেলা ভিত্তিক হেন্ড পেইন্ট ও ব্লক বাটিক ফ্রি প্রশিক্ষণ সমাপনী এবং উদ্যোক্তা সম্মেলন।এ সম্মেলনে সভাপতিত্ব করেন রুবিনা আক্তার,উক্ত সম্মেলনের আহবায়ক ছিলেন EMEP পরিবারের অন্যতম নতুন নেতৃৃত্ব সাবিকুন্নাহার ঊর্মী। তিনি নিরলসভাবে ডেডিকেশন নিয়ে কাজ করছেন নিজ জেলা এবং  পুরু বাংলাদেশকে বেকারমুক্ত করে গড়ে তোলার লক্ষে। উক্ত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রেখেছেন এ প্লাটফর্মের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম । কিশোরগঞ্জসহ EMEP পরিবারের সকল দ্বায়িত্বশীল,প্রশিক্ষণার্থী এবং সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এছাড়াও ৬৪ জেলাতে সুসংগঠিত টিম গঠন, প্রতিটি জেলায় অনলাইন + অফলাইন প্রশিক্ষণের আয়োজনের মাধ্যমে ছাত্র ছাত্রী, প্রবাসী, বেকার তরুন-তরুনী সহ সকল শ্রেণী পেশার মানুষের কল্যানে সবাই সবার পাশে থেকে ডেডিকেশনের সফল সুখী, সমৃদ্ধ,কোলাহল মুক্ত পজিটিভ মানসিকতার উদ্যোক্তার বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কাজ করছে, করবে ইনশাল্লাহ  “উদ্যোক্তার মতে, উদ্যোক্তার পথে।”EMEP পরিবার। এছাড়াও বিশেষ অতিথির বক্তব্য রেখেছেন এ পরিবারের সাধারন সম্পাদক সিফাত হাসান আফসান। তিনি বলেছেন ইসলামী অর্থনীতি ব্যাবস্থাপনা এবং বাংলাদেশের প্রতিটি নাগরিক যেভাবে এখান থেকে সেচ্ছাসেবা নিতে ও দিতে পারবে তার বিস্তারিত বিষয়গুলো।এছাড়াও মূল্যবান মতবিনিময়ে ছিলেন, ঢাকা উত্তর জেলা সভাপতি চুমকি ফরিদ,সহ: সভাপতি আব্দুল আজিজ, নরসিংদী জেলা সভাপতি তামান্না তাসফী, কুমিল্লা জেলা সভাপতি আলিয়াহ আহমেদ (মুন্নি),বেলাল হুসাইন ভুইয়া সহ কিশোরগঞ্জ জেলা কমিটির সহ: সভাপতি জাকিয়া সুলতানা, সাধারন সম্পাদক আবির খান, যুগ্ন সাধারণ সম্পাদক, জনি আহমেদ, সাংগঠনিক সম্পাদক ও ট্রেইনার জান্নাতুল ফেরদৌস মিম,সহ: সাংগঠনিক সম্পাদক আল-আমিন, ট্রেইনিং & এয়োয়ারনেস সম্পাদক রাফিয়া আক্তার, ধর্ম বিষয়ক সম্পাদক সৈয়দ জনি সহ প্রশিক্ষণার্থী এবং এখানকার স্থানীয় কয়েকজন  শিক্ষক সহ প্রায় ৫০ জন  তরুন উদ্যোক্তা উপস্থিত থেকে অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করেছেন।এ প্লাটফর্মের কয়েকটি স্লোগান নিম্নে তুলে ধরা হল এগুলোও তাদের কার্যক্রমের গুরুত্বপূর্ণ অংশবিশেষ।

★০১:- আত্নসমালোচনাই এগিয়ে যাওয়ার মূলমন্ত্র।

★০২:- আমরাই ক্রেতা, আমরাই বিক্রেতা।

★০৩:- আপনি ভাল মানের পণ্য উৎপাদন করুন বিক্রির দ্বায়িত্ব আমাদের।

★০৪:- আমরা কথায় নয়, কাজে বিশ্বাসী।

★০৫:- আমরা ২০ লাখ চাইনা ২০ হাজার চাই। (এখানে ভাল মানসিকতার সদস্যকে বুঝানো হয়েছে)

নিম্নে তাদের ০৭ মাসের অর্জন গুলো তুলে ধরছি:-

★★০১:- দুইটি ট্রেইনিং এবং অফলাইন সম্মেলন।

★★০২:-কার্যক্রমকে এগিয়ে নিতে কয়েকটি টিম গঠন যেমন :-

ক:- টপ মেনেজমেন্ট টিম

খ:-২৬ টি জেলা টিম

গ:-জাজ প্যনেল টিম

ঘ:- প্রমোটিং টিম

ঙ:-রেজিস্ট্রেশন টিম

চ:- স্টুডেন্ট কেয়ার টিম

ছ:- প্রবাসী কেয়ার টিম

★★০৩:- ১৬ টি প্রতিষ্ঠান শূন্য থেকে এখন রানিং পর্যায়ে গড়ে তোলা, পর্যায়ক্রমে রেজিস্টার্ড সবগুলো উদ্যোগকে প্রোপার গাইডলাইন দিয়ে ডেভেলপমেন্ট করা।

★★০৪:-নিয়মিত অনলাইন মিটিং এর মাধ্যমে এ প্লাটফর্মের কার্যক্রম এবং শিক্ষা ও প্রশিক্ষণ দেয়া যা চলমান প্রক্রিয়া।

★★০৫:-সর্বোপরি একজন রেজিস্টার্ড উদ্যোক্তাকে ৫ টি ধাপে সম্পুর্ন বিনামূল্যে সকল রকম প্রমোশনাল সেবা দিয়ে আসছে যা চলমান।

তারা এ ব্যাতিক্রমি উদ্যোগের নাম দিয়েছে লার্নিং & আর্নিং প্রজেক্ট।

উক্ত সম্মেলনে EMEP প্ল্যাটফর্মের ক্ষুদ্র উদ্যোক্তাগন স্পন্সর করে সম্মেলনটি সফল করেছেন। প্রতিষ্ঠানগুলোর নাম নিম্নে দেওয়া হলঃ-

১/Orgamedbd.com

Owner :-সিফাত হাসান আফসান

২/ Fatema’s Creation

owner:- ফাতেমা আক্তার মুক্তা

৩/শখের ঘুড়ি

owner  রুবিনা আক্তার

৪/বায়তুন নিসা কিশোর

 Owner সেলিনা নাসরিন

৫/স্বপ্নঘুড়ি ফ্যাশন হাউজ

সাবিকুন্নাহার ঊর্মী

৬/Aliyah queen online shop

ওনার Aliyah Ahamed 

৭/SK BROTHERS Enterprise

Owner saker Saker

৮/সাদেকিন বস্ত্রালয়

Owner md.Abir Khan

৯/Adib shop bd

হাফেজ এমদাদুল্লাহ মাহমুদ

১০/Md Abdul Aziz

Owner of:- Organic nutrition

১১/Tasty food by Chumki

Owner Chumki Farid

১২/Asma’s Collection

Owner of:Asma Khanam

১৩/S.M. Collection

Owner  Md Samim Hasan

১৪/Rabeya’s Kitchen

Owner  রাবেয়া বেগম

১৫/ FAIZA FASHION

Owner Farjana Binte Faruque

১৬/Anuka Style mart

Owner রোকেয়া আফরিন

১৭/জে এম আমানত অনলাইন শপ

owner মির্জা মু ইউসুফ শামীম

১৮/maksuda Papia

Owner Organic product

১৯/ joy fashion

Owner বিলকিস আক্তার

আরও পডুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

four × 3 =

- Advertisment -spot_img

সবচেয়ে পঠিত