বাংলা সাহিত্যের আঁতুড়ঘর নামে খ্যাত নেত্রকোণা জেলায় জন্ম এবং বেড়ে উঠা কবি হাফসা ইসলাম মোহ। শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্যের ছাত্রী তিনি। ইংরেজি সাহিত্যের ছাত্রী হয়েও বাংলা সাহিত্যের সঙ্গে তার অগাধ মেলামেশা। যার বহিঃপ্রকাশ ঘটিয়েছেন তার প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ “তুমি আসবে বলে” এর পাতায়, পাঠকের ভালোবাসায়। ২০২৪ সালের একুশে বইমেলাকে কেন্দ্র করে আসতে চলেছে তার দ্বিতীয় কাব্যগ্রন্থ “কংক্রিটে বিলুপ্ত প্রেম”। প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ “তুমি আসবে বলে” এর মতো এই গ্রন্থতেও মিলবে বাংলা সাহিত্যের প্রতি তার অনুরাগের প্রমাণ। বইটি প্রকাশের উদ্যোগ নিয়েছে বাংলাদেশের অন্যতম বিভাস প্রকাশনী। কবি তার এই গ্রন্থের কবিতাগুলোতে মানুষের প্রেম-ভালোবাসা, সুখ-দুঃখ এবং অভিমান-অভিযোগ নিয়ে জীবনের সমন্বয় ঘটিয়েছেন। লেখালেখির পাশাপাশি তিনি সমাজসেবা ও সাংবাদিকতার সঙ্গে জড়িত। একই সঙ্গে বেশ কয়েকটি পত্রিকায় নিয়মিত কলামিস্ট হিসেবে যুক্ত আছেন তিনি। তার প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ “তুমি আসবে বলে” এর মতো এবারের কাব্যগ্রন্থ “কংক্রিটে বিলুপ্ত প্রেম” গ্রন্থটিও পাঠকপ্রিয়তা পাবে বলে অগাধ বিশ্বাস।