সারাদেশে ষষ্ঠবারের মতো প্রথম দ্বিতীয় ও তৃতীয় ধাপে অনুষ্ঠিত হবে উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪, কিশোরগঞ্জ জেলার সর্ববৃহৎ উপজেলা হলো ইটনা। হাওর উপজেলাগুলোর মধ্যে ইতিহাস ঐতিহ্য শিল্প সংস্কৃতির পাঁচশত বছরের সূতিকাগার এ উপজেলাটি। অনেক জগৎ বিখ্যাত জ্ঞানী গুণীজনকে উগরে দিয়েছি ইটনার উর্বর মাতৃগর্ভ। তাই স্বাভাবিকভাবেই এখানকার সচেতন রাজনৈতিক সিদ্ধান্ত জেলাটির অন্য যেকোনো অঞ্চল থেকে একটু ব্যতিক্রম।
চলতি বছরের মে মাসজুড়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে উপজেলা পরিষদ নির্বাচন। ২৯ মে তৃতীয় ধাপে ষষ্ঠবারের মতো উপজেলার অবিভাবক (চেয়ারম্যান) নির্বাচিত করবেন এ উপজেলা ভোটাররা।মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ১৫ এপ্রিল, যাচাই-বাছাই হবে ১৭ এপ্রিল এবং প্রত্যাহারের শেষ দিন ২২ এপ্রিল। অন্যদিকে প্রতীক বরাদ্দ দেয়া হবে ২৩ এপ্রিল। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে চারজন মাঠে তাদের সমর্থন আদায়ে জোর প্রচারণা চালিয়ে যাচ্ছে, তাদের মধ্যে ক্ষমতাসীন দল আওয়ামীলীগ সভাপতি ও বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী কামরুল হাসান, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. খলিলুর রহমান, সাবেক জেলা পরিষদ সদস্য কায়সার খান মিল্কী ও ফেরদৌস ঠাকুর। এবার উপজেলা পরিষদের নির্বাচনে কৌশলগত কারণে আওয়ামী দলীয় প্রতীক না রাখলেও উপজেলাটিতে তৃণমূল থেকে শুরু করে উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ চৌধুরী কামরুল হাসানের প্রতি তাদের সমর্থন ও আস্থা রাখতে চান। এ ছাড়াও সময়োপযোগী রাজনৈতিক সিদ্ধান্তে পারদর্শী সৎ স্মার্ট শিক্ষিত বিনয়ী কর্মী বান্ধব হিসাবে সর্বজন স্বীকৃত চৌধুরী কামরুল হাসান। তিনি টানা দুইবারের নির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসাবে দলীয় গণ্ডীর বাইরেও তার একটি ব্যাক্তিগত গ্রহণযোগ্য সর্বমহলেই আছে বলে মনে করেন দলীয় নেতাকর্মীরা।
১৯ এপ্রিল শুক্রবার ইটনা উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে ইটনা সদর ইউনিয়ন আওয়ামিলীগের আয়োজনে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে এক মতবিনিময় সভার আয়োজন করেন। এতে উপস্থিত ছিলেন ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী যুবলীগ সেচ্ছাসেবকলীগ ছাত্রলীগ নেতৃবৃন্দ। সভায় সকল নেতৃবৃন্দই চৌধুরী কামরুল হাসানের পক্ষে তাদের সমর্থন ব্যক্ত করে বক্তব্য রাখেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী কামরুল হাসান, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি জেলা পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ইসমাইল হোসেন, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব ওমর ফারুক, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সোহরাব উদ্দিন ঠাকুর খসরু সহ উপজেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সম্পাদকবৃন্দ।
সভা শেষে চৌধুরী কামরুল হাসানের সমর্থনে দলীয় নেতাকর্মীরা ইটনা সদরে মিছিল বের করে তাদের পূর্ণ সমর্থন ব্যক্ত করেন।