কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলাধীন ধনপুর ইউনিয়নের ধনপুর বাজারে গতরাত আগুন লাগার ঘটনা ঘটেছে। ১০ জানুয়ারি (বুধবার) মধ্যরাতের দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। বাজারের কাপড় ব্যবসায়ী দীপক দাসের দোকান ও মালামালসহ পার্শ্ববর্তী একটি স্বর্ণের দোকান ও একটি ইলেকট্রনিক্স দোকানের মালামাল সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত কোন ব্যাবসায়ীর সাথে যোগাযোগ করা সম্ভব না হলেও ধনপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রদীপ কুমার দাস বলেন, শুধুমাত্র দীপক কুমার দাসের কাপড়ের দোকানেই পনেরো-ষোলো লক্ষাধিক টাকার কাপড় সম্পুর্ন পুড়ে গেছে। পার্শ্ববর্তী জুয়েলারি ব্যাবসায়ী প্রীয়তোষ দাস এর দোকান এবং রিপন দাস এর ইলেকট্রনিকস দোকানের মালামালও সম্পুর্ন পুড়ে গেছে এবং আরো দুটি দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও তিনি জানান, স্থাপনা ও মালামাল সহ কমপক্ষে ৪০ লক্ষাধিক টাকার ক্ষতির মুখে পড়েছে এসব ব্যাবসায়ীরা। এসময় স্থানীয়রা আগুন নেভাতে আপ্রাণ চেষ্টা করে, পরবর্তীতে ইটনা ফায়ার স্টেশনের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় উদ্ধার কাজে নিয়জিত ফায়ার ফাইটার আশরাফ আলী জানান, গতরাত ২. ৫০ মিনিটের দিকে খবর পেয়ে ইটনা ফায়ার স্টেশন থেকে ১ টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে এবং উদ্ধার তৎপরতা চালায়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানান ইটনা ফায়ার স্টেশন।