আজ ২ এপ্রিল ২০২৩ তারিখ ময়মনসিংহ জেলার সম্মানিত পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা, পিপিএম ঈদের দিন ভোরবেলা দুষ্কৃতকারীদের ছুরিকাঘাতে নিহত অটোচালক হাবিবুর রহমান ও সাদেক মিয়া-দের প্রত্যেকের পরিবারকে তাঁর কার্যালয়ে ডেকে নিয়ে পঞ্চাশ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করেছেন।
হত্যাকান্ড সংঘটিত হবার ৮ ঘন্টার মধ্যে আসামীদেরকে গ্রেফতার করার পর থেকে শুরু করে মামলার পরবর্তী তদন্ত কার্যক্রমের প্রতিটি পর্যায়ে নিহতদের পরিবারের আর্থিক ও সামাজিক দুরাবস্থার কথা পুলিশ সুপার মহোদয় জানতে পারেন যা তাঁর হৃদয়কে নাড়া দেয়।
এ প্রেক্ষিতে পুলিশ সুপার মহোদয় ও কোতয়ালি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ কামাল আকন্দ ব্যক্তিগত উদ্যোগে আর্থিকভাবে দুইটি পরিবারের পাশে দাঁড়ানোর ব্যাপারে উদ্যোগী হন। সেই আলোকে আজ নিহত রিক্সা চালক সাদেক মিয়ার দুই শিশু সন্তান ও স্ত্রী লাভলী আক্তার এবং অটো চালক হাবিবুর রহমানের একমাত্র সন্তান ও স্ত্রী ফজিলা খাতুন পুলিশ সুপারের কার্যালয়ে উপস্থিত হয়ে পঞ্চাশ হাজার টাকার আর্থিক সহায়তা গ্রহণ করেন। এই সামান্য অর্থ ব্যাংকে এফডিআর হিসেবে রাখার ব্যাপারে ইতোমধ্যে ব্যাংক কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হয়েছে। এর পাশাপাশি নিহতদের পরিবারকে সামাজিক ও আর্থিক পুনর্বাসনের উদ্দেশ্যে পুলিশ নারী কল্যাণ সংস্থা(পুনাক), ময়মনসিংহের উদ্যোগে বিনামূল্যে সেলাই প্রশিক্ষণ প্রদান ও পরবর্তীতে কর্মসংস্থানের উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। এছাড়াও, পরিবারের শিশুদেরকে পুনর্বাসন ও শিক্ষাদানের লক্ষ্যে জেলা সমাজসেবা অধিদপ্তরের সাথে সমন্বয়ের মাধ্যমে পরবর্তীতে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হবে বলে পুলিশ সুপার আশা প্রকাশ করেন।
রিক্সা চালক সাদেক মিয়ার দশ বছর বয়সী শিশু কন্যা সাদিয়া আক্তার লিজা পুলিশ সুপার মহোদয়ের কাছে অশ্রুসজল কন্ঠে তার পিতার হত্যার বিচার দাবি করে। তার এই আবেগী দাবির প্রতি পুলিশ সুপার সমর্থন জানান এবং দ্রুত এই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিৎ করতে প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণের ব্যাপারে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
সহযোগিতামূলক এই উদ্যোগে জেলার অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন) মো: রায়হানুল ইসলাম, অতি: পুলিশ সুপার(সদর সার্কেল) শাহীনুল ইসলাম ফকির ও ওসি কোতয়ালি উপস্থিত ছিলেন। পুলিশ সুপার এই মানবিক উদ্যোগ সমাজের সকল পর্যায়ের মানুষের মাঝে মানবতা ও সহমর্মিতার এক দৃষ্টান্ত হয়ে সকলকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর অনুপ্রেরণা দিয়ে যাবে বলে আমরা বিশ্বাস করি।