31 C
Dhaka
শুক্রবার, জুলাই ১৮, ২০২৫
একুশে ৭১অর্থনীতিউৎপাদন ১১ টাকা কেজি লবণ, বিক্রি হচ্ছে ৩৮ টাকায়

উৎপাদন ১১ টাকা কেজি লবণ, বিক্রি হচ্ছে ৩৮ টাকায়

প্যাকেট লবণের দাম কেজিতে তিন টাকা বেড়েছে। এই মুহূর্তে, এসিআই, ফ্রেশ, টিয়ার এবং কনফিডেন্স সহ বিভিন্ন ব্র্যান্ডের প্যাকেট লবণ বর্ধিত দামে বিক্রি হচ্ছে বলে একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে।
এ বছর দেশে রেকর্ড পরিমাণ লবণ উৎপাদিত হয়েছে, যার উৎপাদন খরচ প্রতি কেজি ১১ টাকা। পাইকারি ও খুচরা পর্যায়ে লবণের মূল্যবৃদ্ধির যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠেছে।
সূত্র জানায়, গত এক বছরে অন্যান্য পণ্যের মতো প্যাকেট লবণের দাম বাড়েনি। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ানোয় গত মাসের শুরুতে বেড়েছে প্যাকেট লবণের দাম।
বিভিন্ন বাজার বিশ্লেষণে দেখা যায়, উপরোক্ত ব্র্যান্ডগুলোর প্রতি কেজি লবণের দাম ৩৮ টাকা, যেখানে দেড় মাস আগে ছিল ৩৫ টাকা।
রাজধানীর দক্ষিণ কুড়িলের জোয়ারশাহারা বাজারের বিসমিল্লাহ স্টোরের ব্যবসায়ী হামিদুর রহমান বলেন, এক বছরের বেশি সময় পর বেড়েছে প্যাকেট লবণের দাম। সব কোম্পানি তিন টাকা বাড়ানোর পর প্যাকেট লবণ (প্রতি কেজি) ৩৮ টাকা নির্ধারণ করেছে।
তিনি আরও বলেন, পাইকারি পর্যায়ে ৫০ কেজি লবণের দাম ৫০ টাকা বেড়েছে। ৭০০ টাকার বস্তার জন্য ভোক্তাদের কাছ থেকে নেওয়া হচ্ছে ৮০০ টাকা।
মিল মালিকদের মতে, চাষি পর্যায়ে চটের দাম বাড়েনি। সেখানে প্রতি কেজি লবণ বিক্রি হচ্ছে ১০ থেকে ১২ টাকায়।

আরও পডুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

17 − one =

- Advertisment -spot_img

সবচেয়ে পঠিত