গতকাল শুক্রবার ( ৭জুন ) ৭নং চর নিলক্ষীয়া ইউনিয়ন পরিষদ হলরুমে এবাকাস কম্পিউটার-শম্ভুগঞ্জ এর বাৎসরিক উৎসব ৬ষ্ট ও ৭ম ব্যাচের ৭১ জন শিক্ষার্থীকে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সরকারি সার্টিফিকেট উৎসব মুখর পরিবেশে প্রদান করা হয়। সকাল ১০টায় অনুষ্টান শুরুতে সভাপতির আসন গ্রহন করেন গণ কল্যান পরিষদের প্রতিষ্ঠাতা, জি কে পি কলেজের গভর্নি বডির সভাপতি ড. মোঃ সিরাজুল ইসলাম, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ কামরুজ জামান ভূইঁয়া, বিশেষ অতিথি ছিলেন ফারজানা রহমান এ্যানি- চেয়ারম্যান উল্লাস ফাউন্ডেশন মিরপুর ঢাকা। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবি সিদ্দিক, সহ সভাপতি মহানগর আওয়ামীলীগ, জনাব আবু দাউদ- প্রিন্সিপাল ইসলামিয়া কলেজ, খাদেমুল বাশার আজাদ- সহকারি অধ্যাপক পিয়ারপুর কলেজ, কবি আল মাকসুদ- সহকারি অধ্যাপক মুমিন্নুনিছা সরকারি মহিলা কলেজ, সুজিদ দেবনাথ- সহকারি অধ্যাপক মুমিন্নুনিছা সরকারি মহিলা কলেজ ও সিবিসি কম্পিউটার একাডেমির প্রভাষক তারেক ইশতিয়াক ও এবাকাসের পরিচালক নাজমা ইসলাম। সরকারি কাজে আটকে যাওয়ায় বিভাগিয় বন কর্মকর্তা (DFO) জনাব আ ন ম আব্দুল ওয়াদুদ, ৭নং ইউনিয়ন চেয়ারম্যান ফারুকুল ইসলাম রতন এবং ৩৩ নং ওয়ার্ডের কাউন্সিলর শাজাহান মুনির সাহেব উপস্থিত থাকতে পারেননি। এবাকাস কম্পিউটার-শম্ভুগঞ্জ এর ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম ফকির বর্তমান সময়ে কম্পিউটার জ্ঞানের গুরুত্ব ও এবাকাসের কর্ম ভিত্তিক প্রশিক্ষণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। এবাকাসের ৬ষ্ট ও ৭ম ব্যাচের ৯৮℅ A+ অর্জনে ভূয়সী প্রশংসা করে বক্তারা এবাকাসের প্রশিক্ষণ সিষ্টেমকে আধুনিক ও যুগোপযোগী বলে আখ্যায়িত করে বলেন, ৯৮℅ A+ অর্জন প্রশিক্ষণ সিষ্টেমের কারণেই সম্ভব হয়েছে। বক্তারা আরো বলেন, এলাকার শিক্ষিত ও শিক্ষারত ছেলে মেয়েরা এবাকাসের কম্পিউটার প্রশিক্ষণে জীবনকে আধুনিক ও উন্নত করতে পারবে। আলোচনার পর এবার এস এস সি পাস শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে ৬ষ্ট ও ৭ম ব্যাচের শিক্ষার্থীদের হাতে সার্টিফিকেট তুলেদেন। নামাজের বিরতির পর খাবার শেষে শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এবাকাস কম্পিউটার এর বাৎসরিক উৎসব ২০২৪
আরও পডুন