কাব্য- চাঁদের আকাশ।
এমন মহিয়সী মোহব্বী মায়াময় আখিঁ
কত জনম তারে নাহি দেখি।
ওই হাসি আলতা রাঙা ঠোঁট
টুলপড়া ভালে কপালে গোলাপী টিপ
কে না বাসে ভালো অনন্ত ধামে,,,,,
আ-হা! যদি বলি কৃষ্ণ কলি
ভ্রমর ডাগর চোখ
আলতা পায়ে শুভ্র বসন বাসন্তি রং শাড়ি
আ হা কি সে মধুর মুরতি
তাহাকে কি বুলিতে পারি!
এসো নির্জনে নিলয় পানে
ঐ দূরন্ত নীলাকাশে তারকা লোকে
হারিয়ে যাই দু- জনমে
একটু উষ্ণ চঞ্চলতা আর
কুসুম নরোম ভালোবাসায়,,৷
তবে এসো হে
হৃদয় কোঠরে এসো
যেথা রবে অন্তকাল,,,৷
ডাঃ মোঃ মতিউর রহমান।