আজ ১লা আগষ্ট ২০২৩ রোজ মঙ্গলবার কারিতাস বাংলাদেশ ময়মনসিংহ অঞ্চল কর্তৃক পরিচালিত আলোকিত শিশু প্রকল্পের উদ্যোগে সুবিধাবঞ্চিত মেয়ে পথশিশুদের রাত্রিকালীন আশ্রয়কেন্দ্র উদ্বোধন করা হয়েছে।
রাত্রিকালীন আশ্রয়কেন্দ্রটি উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক – উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা, জনাব মাহ্ফুজুল আলম মাসুম মহোদয়, ময়মনসিংহ সদর। আলোকিত শিশু প্রকল্প ২০১৮ খ্রিস্টাব্দ হতে ময়মনসিংহ শহরের সুবিধাবঞ্চিত ছিন্নমূল শিশুদের কল্যাণ ও অধিকার প্রতিষ্ঠায় দৈনিক একবেলা খাবার, নিরাপদ পানি, প্রাথমিক চিকিৎসা সেবা ও ঔষুধ, উপানুষ্ঠানিক শিক্ষা, মুল্যবোধ ও জীবন দক্ষতার শিক্ষা, কারিগরি প্রশিক্ষণ, পরিচ্ছন্নতার ব্যবস্থা, বিনোদন ইত্যাদি বিভিন্ন সেবা প্রদানের কার্যক্রম বাস্তবায়ন করে চলেছে। উদ্বোধনকৃত রাত্রি কালীন আশ্রয়কেন্দ্রে ৮ জন আশ্রয়হীন মেয়েশিশুর নিরাপদ রাত্রীনিবাসের ব্যবস্থা রয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক মহোদয় বলেন, প্রতিটি শিশুর যথাযথ বিকাশ ও উন্নয়নে সমান সুযোগ লাভের অধিকার রয়েছে। ছিন্নমূল ও অসহায় এই শিশুদের উন্নয়নে প্রয়োজন সমন্বিত উদ্যোগ। সরকারের পাশাপাশি বেসরকারী সংস্থা ও ব্যক্তিগত বিভিন্ন উদ্যোগ ও উন্নয়নমূখী পদক্ষেপ জরুরী। এক্ষেত্রে কারিতাস বাংলাদেশ অত্যন্ত গুরুত্ব পূর্ণ ভূমিকা পালন করছে। এদেশের সকল সুবিধাবঞ্চিত শিশুর সার্বিক কল্যাণ, বিকাশ ও উন্নয়ণ কার্যক্রমে বর্তমান সরকার সব সময় আপনাদের পাশে আছে এবং থাকবে।
উদ্বোধনী অনুষ্ঠানে সেবা গ্রহণকারী শিশুরা, অভিভাবকগণ, শিশু সুরক্ষা কমিটির সদস্যগণ, বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকগণ, স্থানীয় ৯ নং ওয়ার্ড কাউন্সিলর জনাব শীতল সরকার এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে নাইট সেল্টারে অবস্থানকারী সকল শিশুদের জন্য নতুন পোশাক বিতরন করা হয়।