30 C
Dhaka
সোমবার, জুন ১৭, ২০২৪
একুশে ৭১সারা বাংলাময়মনসিংহ বিভাগকারিতাস বাংলাদেশ ময়মনসিংহ অঞ্চলের উদ্যোগে সুবিধাবঞ্চিত মেয়ে পথশিশুদের রাত্রিকালীন আশ্রয়কেন্দ্র উদ্বোধন

কারিতাস বাংলাদেশ ময়মনসিংহ অঞ্চলের উদ্যোগে সুবিধাবঞ্চিত মেয়ে পথশিশুদের রাত্রিকালীন আশ্রয়কেন্দ্র উদ্বোধন

আজ ১লা আগষ্ট ২০২৩ রোজ মঙ্গলবার কারিতাস বাংলাদেশ ময়মনসিংহ অঞ্চল কর্তৃক পরিচালিত আলোকিত শিশু প্রকল্পের উদ্যোগে সুবিধাবঞ্চিত মেয়ে পথশিশুদের রাত্রিকালীন আশ্রয়কেন্দ্র উদ্বোধন করা হয়েছে।

রাত্রিকালীন আশ্রয়কেন্দ্রটি উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক – উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা, জনাব মাহ্ফুজুল আলম মাসুম মহোদয়, ময়মনসিংহ সদর। আলোকিত শিশু প্রকল্প ২০১৮ খ্রিস্টাব্দ হতে ময়মনসিংহ শহরের সুবিধাবঞ্চিত ছিন্নমূল শিশুদের কল্যাণ ও অধিকার প্রতিষ্ঠায় দৈনিক একবেলা খাবার, নিরাপদ পানি, প্রাথমিক চিকিৎসা সেবা ও ঔষুধ, উপানুষ্ঠানিক শিক্ষা, মুল্যবোধ ও জীবন দক্ষতার শিক্ষা, কারিগরি প্রশিক্ষণ, পরিচ্ছন্নতার ব্যবস্থা, বিনোদন ইত্যাদি বিভিন্ন সেবা প্রদানের কার্যক্রম বাস্তবায়ন করে চলেছে। উদ্বোধনকৃত রাত্রি কালীন আশ্রয়কেন্দ্রে ৮ জন আশ্রয়হীন মেয়েশিশুর নিরাপদ রাত্রীনিবাসের ব্যবস্থা রয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক মহোদয় বলেন, প্রতিটি শিশুর যথাযথ বিকাশ ও উন্নয়নে সমান সুযোগ লাভের অধিকার রয়েছে। ছিন্নমূল ও অসহায় এই শিশুদের উন্নয়নে প্রয়োজন সমন্বিত উদ্যোগ। সরকারের পাশাপাশি বেসরকারী সংস্থা ও ব্যক্তিগত বিভিন্ন উদ্যোগ ও উন্নয়নমূখী পদক্ষেপ  জরুরী। এক্ষেত্রে কারিতাস বাংলাদেশ অত্যন্ত গুরুত্ব পূর্ণ ভূমিকা পালন করছে। এদেশের সকল সুবিধাবঞ্চিত শিশুর সার্বিক কল্যাণ, বিকাশ ও উন্নয়ণ কার্যক্রমে বর্তমান সরকার সব সময় আপনাদের পাশে আছে এবং থাকবে।

উদ্বোধনী অনুষ্ঠানে সেবা গ্রহণকারী শিশুরা, অভিভাবকগণ, শিশু সুরক্ষা কমিটির সদস্যগণ, বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকগণ, স্থানীয় ৯ নং ওয়ার্ড কাউন্সিলর জনাব শীতল সরকার এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে নাইট সেল্টারে অবস্থানকারী সকল শিশুদের জন্য নতুন পোশাক বিতরন করা হয়।

আরও পডুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

18 + fifteen =

- Advertisment -spot_img

সবচেয়ে পঠিত