15 C
Dhaka
সোমবার, জানুয়ারি ২০, ২০২৫
একুশে ৭১ময়মনসিংহ বিভাগনেত্রকোনাখালিয়াজুরীতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

খালিয়াজুরীতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোণার খালিয়াজুরী উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাতা বার্ষিকী বিভিন্ন ইউনিয়নের নেতা-কর্মীদের সরব উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে।

 এ উপলক্ষে আজ রবিবার ( ২৭ অক্টোবর) নানা কর্মসূচির হাতে নেওয়া হয়। কর্মসূচির মধ্যে ছিল সকাল ৮টায় অস্থায়ী কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সকাল ১১টায় বর্ণাঢ্য শোভাযাত্রা এবং দুপুর ১২টায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও  মিলাদ মাহফিল। এরপর খালিয়াজুরী কলেজ মাঠে  আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা যুবদল সভাপতি এনামুল হক তালুকদার ছোটনের সভাপতিত্বে ও সদস্য সচিব, রাজীব হোসেন পলাশের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক নাজমুল হক তালুকদার আরিফ,কাওসার রহমান সেকুল,নাজমুল হাসান নয়ন,উজ্জ্বল গাজী, সাবেক সাংগঠনিক সম্পাদক এরশাদুল আলম শাহীন,মেন্দিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি, এমএ মান্নান চৌধুরী, খালিয়াজুরী সদর ইউনিয়নের বিএনপির  সাধারণ সম্পাদক, মোঃ এরশাদ মিয়া, উপজেলা ছাত্রদলের আহবায়ক মাজহারুল হক তালুকদার পলিন, যুগ্ম- আহবায়ক ইয়াসির আহমদ প্রমুখ। এ ছাড়া উপজেলা যুবদলের নেতা-কর্মী ও ইউনিয়ন যুবদল সভাপতি ও সাধারণ সম্পাদকরা বক্তব্য দেন।

আরও পডুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

10 − 3 =

- Advertisment -spot_img

সবচেয়ে পঠিত