পাকিস্তান ক্রিকেট বোর্ডের কর্তাকে বিয়ে করলেন মালানা ইউসুফজাই। লন্ডনের বার্মিংহামে দুই পরিবারের উপস্থিতিতে নিকাহ সম্পন্ন হল। নিজেই টুইট করে সেকথা জানিয়েছেন নোবেলজয়ী।
ঘরোয়া অনুষ্ঠানের মধ্যেই বিবাহ সম্পন্ন হয়েছে। বিশেষ কাউকে জানতে দেওয়া হয়নি নিরাপত্তার কারণে। মাত্র ২৪ বছর বয়সেই বিয়ে করলেন তিনি। পাক ক্রিকেট বোর্ডের কর্তা আসের মালিককে বিয়ে করেছেন তিনি। টুইটে নিজের বিয়ের ছবি শেয়ার করে সকলের কাছ থেকে আশির্বাদ প্রার্থনা করেছেন তিনি। নিরাপত্তার কারণেই গোটা অনুষ্ঠান গোপন রাখা হয়েছিল।
মাত্র ১৫ বছর বয়সেই মালালা জঙ্গিদের নিশানায় পড়েছিলেন। পাকিস্তানে তালিবান শাসনের বিরোধিতা করায় স্কুল বাসের মধ্যেই গুলিতে তাঁকে ঝাঁঝরা করে দিয়েছিল তালিবানরা। মাথায় গুলি লাগলেও পরে চিকিৎসকদের প্রচেষ্টায় প্রাণ ফিরে পেয়েছিলেন তিনি। তারপর থেকে পাকিস্তানে পা রাখেননি মালালা। তিনি লন্ডনেই রয়েছে। সেখানেই রয়েছে তাঁর পরিবারও। লন্ডনে থেকেই মানবাধিকার এবং সন্ত্রাসবাদের বিরোধিতায় কাজ করে চলেছেন তিনি। ২০১৭ সালে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয় মালালাকে। তিনিই সর্বকনিষ্ঠ নোবেলজয়ী এখনও পর্যন্ত।
তথ্য:1 ইন্ডিয়া বাংলা