15 C
Dhaka
সোমবার, জানুয়ারি ২০, ২০২৫
একুশে ৭১ময়মনসিংহ বিভাগগৌরিপুরগৌরীপুরে উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসারের বর্ণিল বিদায় সংবর্ধনা

গৌরীপুরে উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসারের বর্ণিল বিদায় সংবর্ধনা

ময়মনসিংহের গৌরীপুরে উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডা. মো. ঈমান আলী ও ডা. মো. মজিবুর রহমান খানের অবসরগ্রহণ উপলক্ষ্যে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২২ নভেম্বর) স্বজন সমাবেশ মিলনাতয়নে বিদায়ীদের ক্রেস্ট ও উপঢৌকন তুলে দেন অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের শিক্ষা ও ছাত্র বিষয়ক সম্পাদক ডা. দিবাকর সাহা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ ডা. মো. নূরুল আমিন।
উপ-সহকারী কমিউনিটি মেডিকেল এসোসিয়েশন কেন্দ্রীয় পরিষদের উপদেষ্টা আলহাজ¦ ডা. এ কে এম মাহফুজুল হকের সঞ্চালনায় অনুভ‚তি প্রকাশ করেন উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডা. মো. ঈমান আলী ও ডা. মো. মজিবুর রহমান খান।
সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা সংগঠনের সিনিযর সহসভাপতি ডা. মো. কামরুজ্জামান, সাধারণ সম্পাদক ডা. মো. সোহেল রানা, সাংগঠনিক সম্পাদক ডা. মো. সাব্বির হোসেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কেন্দ্রীয় কমিটির উপপ্রচার সম্পাদক মো. রইছ উদ্দিন, ডা. নূরে আলম সিদ্দিকী, ডা. শেখ মো. আবু সুফিয়ান, ডা. সাগর দেব, ডা. আব্দুল্লাহ আল বাকী, ডা. আমিনূল হক, ডা. মিজানুর রহমান মিজান, ডা. মোহাম্মদ আকতার হোসেন, ডা. মো. মিজানুর রহমান, ডা. মো. ইসহাক উদ্দিন প্রমুখ।

আরও পডুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

2 × four =

- Advertisment -spot_img

সবচেয়ে পঠিত