31 C
Dhaka
শুক্রবার, জুলাই ১৮, ২০২৫
একুশে ৭১Uncategorizedগৌরীপুরে জুলাই আন্দোলনের শহিদ পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান

গৌরীপুরে জুলাই আন্দোলনের শহিদ পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান

বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহের গৌরীপুর উপজেলা শাখার উদ্যোগে  জুলাই আন্দোলনে শহিদ তিন পরিবারের মাঝে পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে আর্থিক অনুদান প্রদান করেন।

বুধবার (০৪ জুন/) গৌরীপুর প্রেসক্লাব মিলনায়তনে এই উপহার প্রদান করা হয়। জুলাই আন্দোলনের ২০জুলাই উপজেলা কলতাপাড়ায় শহিদ হন উপজেলার ডৌহাখলা ইউনিয়নের চুড়ালী গ্রামের মো. বাবুল মিয়ার পুত্র বিপ্লব হাসান, মইলাকান্দা ইউনিয়নের পূর্বকাউরাট গ্রামের জোবায়ের আহম্মেদ ও রামগোপালপুর ইউনিয়নের দামগাঁও গ্রামের নুরে আলম সিদ্দিকী রাকিব।


ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা বদরুজ্জামান। সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারী হাফেজ মাওলানা মো. আবু ইউসুফ। শহিদ পরিবারের পক্ষে বক্তব্য রাখেন শহিদ জোবায়েরের পিতা মাওলানা মো. আনোয়ার উদ্দিন, শহিদ বিপ্লব হাসানের পিতা মো. বাবুল মিয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি কাজী আব্দুল্লাহ আল আমিন, পৌর জামায়াত ইসলামীর সভাপতি মুহাম্মদ আব্দুন নুর, উপজেলা জামায়াতের দপ্তর সম্পাদক ও মিডিয়া সম্পাদক আব্দুল বারী, সংগ্রামের প্রতিনিধি মোখলেছুর রহমান প্রমুখ।

আরও পডুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

4 × one =

- Advertisment -spot_img

সবচেয়ে পঠিত