31 C
Dhaka
শুক্রবার, জুলাই ১৮, ২০২৫
একুশে ৭১আরো সংবাদঅপরাধ ও দুর্নীতিগৌরীপুরে প্রবীণ পুষ্টি নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

গৌরীপুরে প্রবীণ পুষ্টি নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

“শিশু থেকে প্রবীণ, পুষ্টিকর খাবার সর্বজনীন” — এ প্রতিপাদ্যে শুরু হওয়া ‘পুষ্টি সপ্তাহ ২০২৫’ উপলক্ষে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ‘প্রবীণ পুষ্টি’ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ জুন) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে ও উপজেলা স্বাস্থ্য বিভাগের বাস্তবায়নে সচেতনমূলক এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসূত্রে জানা গেছে, গত ২৮ মে থেকে পুষ্টি সপ্তাহ শুরু হয়েছে। শেষ হবে ৩ জুন।পুষ্টি সপ্তাহ উপলক্ষে নিয়মিত সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হচ্ছে। 
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকবাল আহমেদ নাসের এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার বিভিন্ন এলাকার বয়ঃজ্যেষ্ঠ নাগরিকরা অংশগ্রহণ করেন।
এ সময় সভাপতির বক্তব্যে ডা. ইকবাল আহমেদ নাসের বলেন, “বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের শরীরে নানা পরিবর্তন আসে। এই বয়সে পুষ্টির চাহিদা অনেক বেশি, বিশেষ করে হাড়ের স্বাস্থ্য, হজম শক্তি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বজায় রাখতে সুষম খাদ্য অপরিহার্য।”
সভায় আরও বক্তব্য রাখেন আবাসিক মেডিকেল অফিসার ডা. রাজেন্দ্র দেবনাথ, মেডিকেল অফিসার ডা. হারুন অর রশিদ, স্যানিটারী ইন্সপেক্টর শাহাদাৎ হোসেন, নূরুল আমিন খান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আজিজুল হক, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ মতিউর রহমান, শেখ লেবু স্মৃতি পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আম্বিয়া আক্তার, বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন, সাংবাদিক ফারুক আহমেদ প্রমুখ।

আরও পডুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

1 × three =

- Advertisment -spot_img

সবচেয়ে পঠিত