15 C
Dhaka
সোমবার, জানুয়ারি ২০, ২০২৫
একুশে ৭১ময়মনসিংহ বিভাগগৌরিপুরগৌরীপুর পৌরসভায় ৬০ কোটি টাকার বাজেট ঘোষণা

গৌরীপুর পৌরসভায় ৬০ কোটি টাকার বাজেট ঘোষণা

নতুন প্রকার করারোপ ছাড়াই ময়মনসিংহের গৌরীপুর পৌরসভায় ২০২৪-২৫ অর্থবছরে ৬০ কোটি ২৬ লাখ ৫৯ হাজার ৪৩৯ টাকা ৪১ পয়সা বাজেট ঘোষণা করা হয়েছে। বাজেটে ব্যয় ধরা হয়েছে ৫৯ কোটি ৬৫ লাখ ৬৩ হাজার ৭৫০ টাকা। বাজেটে উদ্ধৃত্তের পরিমাণ ৬০ লাখ ৫৫ হাজার ৭১৯ টাকা ৪১ পয়সা।
রোববার (৯ জুন) দুপুরে পৌরসভার সভাকক্ষে আয়োজিত বাজেট সভায় পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলাম এই বাজেট ঘোষণা করেন।
এসময় পৌর মেয়র সৈয়দ রফিকুল ইসলাম আধুনিক পৌর শহররের স্বপ্ন বাস্তবায়নে পৌরবাসীর সার্বিক সহযোগিতা কামনার পাশাপাশি নিয়মিত পৌরকর পরিশোধের আহ্বান জানান। পাশাপাশি পৌর শহরের উন্নয়ন কাজের বিভিন্ন পরিকল্পনা তুলে ধরেন। বাজেটের আয়-ব্যয় বিবরণী তুলে ধরেন পৌরসভার প্রধান নির্বাহী প্রকৌশলী ও ভারপ্রাপ্ত সচিব মীর মোশারফ হোসেন।

বাজেট অধিবেশনে উপস্থিত ছিলেন- পৌরসভার প্যানেল মেয়র-১ নাজিম উদ্দিন, প্যানেল মেয়র-২ দিলুয়ারা আক্তার দিলু, প্যানেল মেয়র-৩ রোজিনা আক্তার মিতু, পৌর কাউন্সিলর আব্দুর রউফ মোস্তাকিম, দেলোয়ার হোসেন বাচ্চু, মাসুদ মিয়া রতন, নূর ইসলাম, জিয়াউর রহমান, মো. এমরান, সাদেকুর রহমান, আরিফুল ভুইয়্যা এনাম, নারী কাউন্সিলর সালেহা আক্তার প্রমুখ।

আরও পডুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

four × three =

- Advertisment -spot_img

সবচেয়ে পঠিত