জামালপুরের সরিষাবাড়ীতে ঐতিহ্যবাহি গরু দৌড় অনুষ্ঠিত। ৩ জুন পড়ন্ত বিকেলে বহুল আলোচিত পূর্ব চর সরিষাবাড়ী গ্রামে বোরো কাটা বিশাল ফাঁকা মাঠে নান্দনিক এ গরু দৌড় অনুষ্ঠিত হয়।
চর সরিষাবাড়ীর কৃতি সন্তান মরহুম শহিদ মন্ডলের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ও তাঁর স্মৃতিকে অম্লান রাখতে শহিদ মন্ডল স্মৃতি সংসদ ও অত্র এলাকার যুব সমাজের উদ্যোগে গরু দৌড়ের আয়োজন করা হয়। জেলার মাদারগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও সরিষাবাড়ীর চরাঞ্চলের বিভিন্ন গ্রাম থেকে অন্তত ২০জোড়া যাঁড় গরু দৌড়ে অংশ গ্রহণ করে। ঐতিহ্যবাহি গরু দৌড় দেখতে দূরদূরান্ত থেকে দর্শনাথির ভিড় ও সকল বয়সী নারী পূরুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গরু দৌড় উপভোগ করেন ইঞ্জিনিয়ার আব্দুস সবুর। সাতপোয়া ইউনিয়ন ৩নং ওয়ার্ড মেম্বার জুরন আলী,সাবেক মেম্বার আলমগীর কবির আলম, উপসহকারী কৃষি অফিসার শরিফুল ইসলাম লিটন, উপসহকারী কৃষি কর্মকর্তা বাবলু প্রমুখ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। আগামী শনিবার ১০ জুন চূড়ান্ত প্রতিযোগীতা ও বিকেলে পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হবে।