26 C
Dhaka
বৃহস্পতিবার, মার্চ ২০, ২০২৫
একুশে ৭১সারা বাংলাময়মনসিংহ বিভাগচেস্টা" মানবিক সংগঠনের উদ্যেগে ময়মনসিংহ জেলার কেওয়াট খালী শীতার্ত ও দুস্হ মানুষের...

চেস্টা” মানবিক সংগঠনের উদ্যেগে ময়মনসিংহ জেলার কেওয়াট খালী শীতার্ত ও দুস্হ মানুষের মাঝে কম্বল বিতরন অনুষ্ঠিত

“চেস্টা” মানবিক সংগঠনের উদ্যেগে ময়মনসিংহ জেলার কেওয়াট খালী শীতার্ত ও দুস্হ মানুষের মাঝে কম্বল বিতরন করা হয়। চেস্টা” মানবিক সংগঠনের সম্মানীত সভাপতি লায়লা নাজনীন হারুন ও সম্মানীত সেক্রেটারি গুলশান নাসরিন চৌধুরীর নেতৃত্ব কম্বল বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ শারমিনা খানম , নির্বাহী সদস্য কামরুন্নাহার , সম্মানীত সদস্য শাহানাজ মান্নান। ময়মনসিংহ জেলার কেওয়াট খালী এলাকরর সর্বস্তরের মানুষ ও যুব সমাজের সার্বিক স্বেচ্ছাশ্রম ও অংশগ্রহণের মাধ্যমে কম্বল বিতরন অনুষ্ঠানটি আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়। উপস্থিত এলাকাবাসী ও দুস্হ শীতার্ত জনসাধারণ ও নারী পুরুষের মাঝে আনন্দ উদ্দীপনার মধ্য দিয়ে কম্বল বিতরণ অনুষ্ঠানটি সফলভাবে সমাপ্তি হয়। উপস্থিত সকলে চেস্টা” মানবিক সংগঠনের উদ্যেগে শীতার্ত ও দুস্হ মানুষের মাঝে কম্বল বিতরনের উদ্যোগকে সাধুবাদ জানান এবং তাদের মানবিক ও সামাজিক কাজে দায়বদ্ধতা থেকে কষ্ট করে সমাজের সাধারণ মানুষের প্রতি এগিয়ে আসাকে সকলেই প্রশংসা করেন। এবং সংগঠনের নেত্রীদেরকে কষ্ট করে ঢাকা থেকে ময়মনসিংহে আসায় আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেন। সাধারণ মানুষের পাশাপাশি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

আরও পডুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

9 + two =

- Advertisment -spot_img

সবচেয়ে পঠিত