32 C
Dhaka
শুক্রবার, জুলাই ১১, ২০২৫

ছাগলের সংসার

ডাঃ মতিউর রহমান।
কাব্য- জলছবি
২৭ ডিসেম্বর/২৪
রাত ২:৫৮

গাছ খাইলো ছাগলে
গাধা করে উপুষ
সিংহ- বাঘ নিরাপদে
বন পুড়ে ছাই-ফানুস।

শিয়াল মশাই মুরগী পেয়ে
খুশিতে আটখারা
হুতুম পেচা ডালে বসে
করছে নাড়াচাড়া।

কি থেকে কি হয়ে গেলো
ভাবছে বসে হাতি
দিন ফুরালেও রাত কাটে না
অবুঝ পশু পাখি।

সবাই বসে ডাকছে সভা
করতে হবে মিছিল
ভাংতে হবে ছাগলের সংসার
থাকতে হবে মিল।

আরও পডুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

3 × three =

- Advertisment -spot_img

সবচেয়ে পঠিত