31 C
Dhaka
শুক্রবার, জুলাই ১৮, ২০২৫
একুশে ৭১আরো সংবাদশিল্প ও সংস্কৃতিজহির রায়হান চলচ্চিত্র সংসদকে স্বরচিত কবিতার বই ‘ক্রসরোড’ উপহার দিলেন কবি মোঃ...

জহির রায়হান চলচ্চিত্র সংসদকে স্বরচিত কবিতার বই ‘ক্রসরোড’ উপহার দিলেন কবি মোঃ মোছাদ্দেছ আলফে রাহী

মোঃ মোছাদ্দেছ আলফে রাহী ময়মনসিংহ শহরের ২৪ নং শ্যামচরণ রোডে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহন করেন। ময়মনসিংহ জিলা স্কুল থেকে মাধ্যমিক শিক্ষা শেষ করে ঢাকার কবি নজরুল কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষা লাভ করেন। তারপর জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে বি এ পাশ করেন। ময়মনসিংহের ‘ল’ কলেজ থেকে এল এল বি পাশ করেন। তার পিতা জনাব মোঃ খোরশেদ আলম ময়মনসিংহের ফুলবাড়িয়া কলেজের একজন অধ্যক্ষ, মাতা রওশন আরা বেগম একজন সরকারী চাকুরিজীবী।বর্তমানে পিতা মাতা উভয়েই অবসরে আছেন। কবির ছোট বেলা থেকেই কবি ও কবিতারপ্রতি কৌতুহল ছিল প্রখর। তাই এই গ্রন্থ লেখা শুরু। ক্রসরোড গ্রন্থে কবি মানব জীবণ,¯্রষ্টা, সৃষ্টিতে প্রেম প্রকৃতির উপর আলোকপাত করেছেন। তার লেখা প্রতিটি কবিতা মানুষের হৃদয়কে মুগ্ধ করবে।

কবি মোঃ মোছাদ্দেছ আলফে রাহী কবিতার বই ‘ক্রসরোড’ গ্রহন করেন জহির রায়হান চলচ্চিত্র সংসদের সদস্য সচিব আরিফুল ইসলাম হাবিব।

আরও পডুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

six − two =

- Advertisment -spot_img

সবচেয়ে পঠিত