28 C
Dhaka
বুধবার, ফেব্রুয়ারি ১৯, ২০২৫
একুশে ৭১রাজশাহী বিভাগবগুড়াজাতীয় আদিবাসী পরিষদের মান্দা উপজেলা শাখার বিশেষ বর্ধিত সভা এবং ১৩ সদস্য...

জাতীয় আদিবাসী পরিষদের মান্দা উপজেলা শাখার বিশেষ বর্ধিত সভা এবং ১৩ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন

জাতীয় আদিবাসী পরিষদের মান্দা উপজেলার কমিটির বর্ধিত সভা গত ১৬ ফেব্রয়ারি ২০২৪ দুপুর ১২ টার সময় নওগাঁ জেলার মান্দার সাতবাড়িয়া টেকনিক্যাল কলেজ, সাতবাড়িয়া  জাতীয় আদিবাসী পরিষদ মান্দা উপজেলা কমিটির সহ-সভাপতি নিপেন মুন্ডার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক প্রশান্ত পাহান এর সঞ্চালনায় বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। বর্ধিত সভা আলোচনার শুরুতেই ভাষার মাসে ভাষা আন্দোলনের ও মুক্তিযুদ্ধের সকল শহীদ প্রতি এবং আদিবাসীদের অধিকার আদায় করতে গিয়ে শহীদ হয়েছেন তাঁদের আত্মার শান্তি কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয়। উক্ত বর্ধিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি   বিচিত্রা তির্কি, বিশেষ  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক সূভাষ চন্দ্র হেমব্রম, সম্পাদক মন্ডলীর সদস্য অজিত কুমার মুন্ডা, পোরশা  উপজেলা কমিটির সাধারণ সম্পাদক আইচন পাহান, আদিবাসী ছাত্র পরিষদের নওগাঁ জেলা সভাপতি চঞ্চল পাহান, মান্দা উপজেলা কমিটির সাবেক সভাপতি সুনিলাল পাহান, সাবেক যোগেন্দ্রনাথ পাহান,  মান্দা উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক সবিতা উড়াও, আদিবাসী ছাত্র পরিষদের মহাদেবপুর উপজেলা সভাপতি পলাশ পাহান ফুল, মান্দা উপজেলার জাতীয় আদিবাসী পরিষদের বিভিন্ন ইউনিয়নের সংগঠক অসিত ভূইমালি, দুলি রাণী পাহান, রতন উরাও,সাধন পাহান, সুরেন্দ্রনাথ উরাও, কৈলাশ পাহান, রণজিৎ উরাও, ফুলচাঁদ পাহান সহ আরো নেতৃবৃন্দ বক্তব্য রখেন এবং মান্দা উপজেলা ৯টি ইউনিয়ন থেকে প্রায় দুই শতাধিক কর্মী বর্ধিত সভায় অংশ গ্রহণ করে।  

বর্ধিত সভায় পূর্বের মেয়াদ উত্তির্ণ কমিটি ভেঙে দিয়ে  আগামী তিন মাসের জন্য জাতীয় আদিবাসী পরিষদ  মান্দা উপজেলা সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয় উক্ত কমিটি সকলের অংশ গ্রহণের মাধ্যমে সম্মেলন পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে। বর্ধিত সভার আলোচনা শেষে দ্বিতীয় অধিবেশনে  সকালের সম্মতিতে ১৩ সদস্য বিশিষ্ট  জাতীয় আদিবাসী পরিষদের মান্দা উপজেলার সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়। আহবায়ক নিপেন মুন্ডা, যুগ্ম-আহবায়ক সুনিলাল পাহান, সবিতা উরাও, মুক্তি মালো, সদস্য সচিব প্রশান্ত পাহান ও ৮ জন কে সদস্য করে কমিটি করা।

আরও পডুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

twelve + five =

- Advertisment -spot_img

সবচেয়ে পঠিত