31 C
Dhaka
শুক্রবার, জুলাই ১৮, ২০২৫
একুশে ৭১শিক্ষাজাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স  ভর্তির আবেদন শুরু ৫ এপ্রিল ২৩

জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স  ভর্তির আবেদন শুরু ৫ এপ্রিল ২৩

এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। সারাদেশে ভর্তিচ্ছু ছাত্রছাত্রীদের মধ্যে বিভিন্ন পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য প্রস্তুতি গ্রহণ করছে। এ অবস্থায় সারাদেশে ছাত্র-ছাত্রীদের প্রধান আকর্ষণ হলো জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি বিজ্ঞপ্তি দিয়ে অনেক সংশয় রয়েছে। এই সংশয় কাটিয়ে মোঃ আতাউর রহমান পরিচালক জন সংযোগ দপ্তর জাতীয় বিশ্ববিদ্যালয় স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির তারিখ ঘোষনা করেছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ গুলোতে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির আবেদন আগামী

৫ এপ্রিল ২০২৩ তারিখ থেকে শুরু হবে। গতকাল ১২ মার্চ (রবিবার) গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যম্পাসে ভাইস-

চ্যান্সেলর দপ্তরের কনফারেন্স হলে স্নাতক (সম্মান) ও  ̄স্নাতক (সম্মান) প্রফেশনাল ভর্তি কমিটির সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা

হয়। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান। সভার সিদ্ধান্ত অনুযায়ী, ভর্তি

কার্যক্রমের অনলাইনে আবেদন গ্রহণ চলবে ৮ মে ২০২৩ তারিখ পর্যন্ত। প্রথম মেধা তালিকায় ভর্তি কার্যক্রম চলবে ১৭ মে

থেকে ৩১ মে ২০২৩ তারিখ পর্যন্ত। ১ জুন ২০২৩ তারিখ থেকে এই শিক্ষাবর্ষের ক্লাশ শুরু হবে।

আরও পডুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

three × 4 =

- Advertisment -spot_img

সবচেয়ে পঠিত