তুমি সুন্দর বলেই হাসে সুন্দর পৃথিবি
তুমি সুন্দর বলেই হাসে আজ প্রকৃতি
দূর নীহারিকা দূর্বা ঘাসে তোমায় ডাকে সোনালী ঝলকে
এসো মোর পাশে হে প্রিয়তমা, এসো মনের হরষে।
তুমি আছো তাই
আজো হেসে যাই।
আজ এ সন্ধ্যে পূজোর ক্ষণে
জ্বলছে অনল রণে দখিনা বনে।
হে প্রিয় দর্শিনী মায়াময় হৃদয় খানি
তোমায় নিয়ে রচিব স্বর্গ রাম রাজ্য,,,
এসো এসো হে দূর নিলাম্বু নিঝুম দ্বীপে
তুমি আমি আমরা দু,জন হারিয়ে যাই
অনন্ত চির লোকে।
আজ বহু ক্রোশ দূর,মনে নাহি সূর
বাজে ধা মা মা তুমি হিনে বেদনা
এসো অন্ত কুরে হৃদয় জুড়ে
তোমাতেই হারাতে চাই আমি।