15 C
Dhaka
সোমবার, জানুয়ারি ২০, ২০২৫
একুশে ৭১ময়মনসিংহ বিভাগগৌরিপুরদেশ-মাটি ও সমাজের প্রতি আমাদের আলাদা দায়িত্ব রয়েছে- সম্পাদক সাইফুল আলম

দেশ-মাটি ও সমাজের প্রতি আমাদের আলাদা দায়িত্ব রয়েছে- সম্পাদক সাইফুল আলম

দৈনিক যুগান্তর শুধু সংবাদ সংগ্রহ ও সরবরাহের মধ্যে নয়। দেশ-মাটি ও সমাজের প্রতি আমাদের আলদা দায়িত্ব রয়েছে। দেশের ও দেশের মানুষের কল্যাণে যুগান্তর ও স্বজন সমাবেশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ময়মনসিংহের গৌরীপুরে যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন দৈনিক যুগান্তর সম্পাদক সাইফুল আলম।
তিনি আরও বলেন, যুগান্তরের অনেক স্বজন বন্ধু আছে। যাদের সাথে যুগান্তরের একটি মায়ার, ভালোবাসার ও হৃদয়ের বন্ধন রয়েছে। আমরা একত্রিত হয়ে কাজ করছি। বন্যা, কড়াসহ যেকোনো প্রাকৃতিক দুর্যোগে স্বজনরা কাজ করে যাচ্ছে। এটা আমাদের গর্বের বিষয়।
গৌরীপুর স্বজন সমাবেশ ধারাবাহিক অনেক অনেক বেশি দায়িত্ব পালন করছে।
শুক্রবার (৬ডিসেম্বর) উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে ‘দু’দিনব্যাপী লেখালেখি প্রশিক্ষণ’ কর্মশালা শুরু হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বজনের সভাপতি মো. এমদাদুল হক। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সেলিম আল রাজ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্বজন সমাবেশের বিভাগীয় প্রধান হিমেল চৌধুরী, দৈনিক যুগান্তরের সিনিয়র সহ-সম্পাদক ইমন চৌধুরী, রম্য লেখক সত্যজিৎ বিশ^াস রানা, দৈনিক যুগান্তরের ঈশ^রগঞ্জ প্রতিনিধি আবুল কালাম আজাদ, নান্দাইল প্রতিনিধি শামছ-ই-তাবরীজ রায়হান, গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিন, ঈশ^রগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. সেলিম, গৌরীপুর পৌর স্বজনের সভাপতি শ্যামল ঘোষ।
এছাড়াও অনুভূতি প্রকাশ করেন নান্দাইলের স্বজন শাহজাহান ফকির, মো. আল আমিন সরকার, ঈশ^রগঞ্জের স্বজন ফারুক আহাম্মেদ জুয়েল, গৌরীপুর স্বজনের সহসভাপতি শামীমা খানম মীনা, মোস্তাফিজুর রহমান বুরহান, শামীম আনোয়ার, তাসাদদুল করিম, সামিউল এহতে সাম, প্রত্যয় সরকার, মোখলেছুর রহমান, মাহমুদা আক্তার, মো. আব্দুর রউফ (দুদু), মোখলেছুর রহমান, মাহমুদা আক্তার, নাফিসা হাসান হৃদি, মো. এহসানুল হক জারিফ, দেলোয়ার হোসাইন, মো. মো. শামীম হোসেন, মো. আশিকুর রহমান রাজিব।

আরও পডুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

17 + 19 =

- Advertisment -spot_img

সবচেয়ে পঠিত