31 C
Dhaka
শুক্রবার, জুলাই ১৮, ২০২৫
একুশে ৭১রাজশাহী বিভাগনওগাঁধামইরহাটে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে "পার্টনার কংগ্রেস" অনুষ্ঠিত 

ধামইরহাটে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে “পার্টনার কংগ্রেস” অনুষ্ঠিত 

নওগাঁর ধামইরহাট উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে “পার্টনার কংগ্রেস” অনুষ্ঠিত হয়েছে। ধামইরহাট উপজেলা কৃষি দপ্তরের আয়োজনে-২০২৪-২৫ অর্থবছরের প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) এর আওতায় “পার্টনার কংগ্রেস” উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। মঙ্গলবার ২৭ মে সকাল ১০টায় পার্টনার কংগ্রেসের উদ্বোধন করেন (ভারপ্রাপ্ত) উপজেলা নির্বাহী অফিসার ও পার্টনার কংগ্রেসের সভাপতি মোছা. জেসমিন আক্তার। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষবিদ তৌফিক আল জুবায়ের। কার্যক্রমে উত্তম কৃষি চর্চা (GAP) বিষয়ে ধারনা উপস্থাপন, কৃষকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন নওগাঁ জেলা কৃষি দপ্তরের অতিরিক্ত উপপরিচালক (হর্টিকালচার) রেজাউল করিম। এছাড়াও নিরাপদ খাদ্য উৎপাদন বিষয়ে ধারণা প্রদান এবং কৃষকদের করণীয় বর্নণা করেন ধামইরহাট কৃষি সম্প্রসারন কর্মকর্তা অভিজিৎ কুমার কুন্ডু, উপ সহকারি কৃষি কর্মকর্তা আবু সাঈদ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রণী সম্পদ অফিসার ডাঃ ওয়াজেদ আলী, উপজেলা সমাজ সেবা অফিসার এটিএম ফসিউল আলম, ধামইরহাট প্রেস ক্লাব সভাপতি অধ্যাপক মো. আব্দুর রাজ্জাক (রাজু) প্রমুখ। পার্টনার কংগ্রেস অনুষ্ঠানে প্রাপ্ত ধারণা প্রতিবেশী কৃষকের নিকট পৌঁছে দিতে অংশগ্রহনকারিদের প্রতি আহ্বান জানান অতিরিক্ত উপপরিচালক (হর্টিকালচার) মো. রেজাউল করিম।

আরও পডুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

four × 3 =

- Advertisment -spot_img

সবচেয়ে পঠিত