15 C
Dhaka
বুধবার, ডিসেম্বর ১১, ২০২৪
একুশে ৭১রাজশাহী বিভাগনওগাঁধামইরহাটে চাঁদাবাজি মামলায় দুইজন গ্রেফতার

ধামইরহাটে চাঁদাবাজি মামলায় দুইজন গ্রেফতার

নওগাঁর ধামইরহাটে চাঁদাবাজি করতে গিয়ে কামরুল ইসলাম বাবু (৫০) এবং রাজু আহমেদ রনি (৩২) নামের দু’জন কে গ্রেফতার করেছে থানা পুলিশ। গত বুধবার (২৭ নভেম্বর) বুধবার দিবাগত রাত সাড়ে ৯ টায় উপজেলরা রসপুর এলাকা থেকে তাদের কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি রাঙ্গামাটি রসুলবিল গ্রামের মৃত বজলুর আলম ও ছিলিমপুর গ্রামের ইউনুস আলীর ছেলে।
জানা গেছে, উপজেলার খেলনা ইউনিয়নের রসপুর এলাকার একটি পরিবারের ঝামেলা নিষ্পত্তি করার নামে মোটা অংকের টাকা চাঁদার দাবি করে আসামিরা। পরে এই ঘটনাটি এলাকাবাসিদের মাঝে ছড়িয়ে পড়লে স্থানীয়রা চাঁদাবাজদের আটক করে থানায় খবর দেয়। পরে ঘটনাস্থলে থানা পুলিশ গিয়ে তাদের আটক করে থানা হেফাজতে নেয়। এ ঘটনায় পুরো এলাকার মানুষদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়তে দেখা গেছে। আটক আসামিরা বিভিন্ন ভাবে কয়েকজন নেতাকর্মীর নাম ব্যবহার করে অপকর্ম চালাচ্ছিলো বলেও স্থানীয়রা জানান। পরবর্তীতে আসামিদের বিরুদ্ধে চাঁদাবাজি আইনে থানায় মামলা দায়ের করা হয়। মামলা নং-২৮,তারিখ ২৮/১১/২৪ইং। এঘনায় ধামইরহাট থানার ওসি মো. রাইসুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকালে মামলার প্রেক্ষিতে আসামিদের নওগাঁ কোর্টের মাধ্যমে হাজতে প্রেরণ করা হয়েছে।

আরও পডুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

5 × five =

- Advertisment -spot_img

সবচেয়ে পঠিত