15 C
Dhaka
বুধবার, ডিসেম্বর ১১, ২০২৪
একুশে ৭১রাজশাহী বিভাগনওগাঁধামইরহাটে জমিজমা সংক্রান্ত জের ধরে হামলা, আহত-২

ধামইরহাটে জমিজমা সংক্রান্ত জের ধরে হামলা, আহত-২

নওগাঁর ধামইরহাটে জমিজমা সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় ২জন গুরতর আহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার সকালে উপজেলার আগ্রাদ্বিগুন ইউনিয়নের দক্ষিণ খন্ডা গ্রামে এ ঘটনাটি ঘটেছে। আহত ব্যক্তিরা হলো ওই এলাকার মজিবর রহমানের ছেলে মো. আব্দুর ছালাম (৪০) ও ছানোয়ার হোসেন (৩৫) এ ঘটনায় ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি সদস্যসহ মোট ১১জনকে আসামি করে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ সুত্রে জানা গেছে, জমিজমা সংক্রান্ত পূর্ব শত্রুতার জেরে বৃহস্পতিবার সকালে আল মামুন, একরামুল ইসলাম, মাসুদ রানা, ইউনিয়ন আ.লীগের সভাপতি সেকেন্দার আলী, ইউপি সদস্য ইজাবুল হোসেন দক্ষিণ খন্ডা এলাকার মজিবর রহমানের ছেলে আব্দুর ছালাম ও ছানোয়ার হোসেনের উপর হামলা ও বাড়ির প্রধান দরজাসহ ঘরের ছাউনির ঢেউ টিন ভাংচুর করে। এতে প্রতিপক্ষের হাতে আব্দুর ছালাম ও ছানোয়ার হোসেন গুরতর আহত হয়ে পড়েন। পরে স্বজনরা আহতদের উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের প্রাথমিক চিকিৎসা দেয়। আব্দুর ছালামের বাম হাত ভেঙ্গে গেলে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। এ ঘটনায় আহতদের পিতা মজিবর রহমান বাদি হয়ে ২ নং আগ্রাদ্বিগুন ইউনিয়ন আ.লীগের সভাপতি সেকেন্দার আলী ও ২নং ওয়ার্ডের ইউপি সদস্যসহ ১১জনকে আসামি করে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ ওসি মো. রাইসুল ইসলাম জানান, এ ঘটনায় অভিযোগ পেয়েছি দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পডুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

sixteen + 13 =

- Advertisment -spot_img

সবচেয়ে পঠিত