27 C
Dhaka
শুক্রবার, জুলাই ১৮, ২০২৫
একুশে ৭১আরো সংবাদস্বাস্থ্য ও চিকিৎসাধামইরহাটে জাতীয় এ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ সভা

ধামইরহাটে জাতীয় এ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ সভা

নওগাঁর ধামইরহাটে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে ও জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের বাস্তবায়নে এক অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৯ জুন বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. স্বপন কুমার বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সোহেল রানা। ক্যাম্পেইন বিষয়ে বিস্তারিত প্রেজেন্টেশন উপস্থাপন করেন মেডিকেল অফিসার ডা. নিয়াজ মোস্তাক চৌধুরী, অনুষ্ঠানে ক্যাম্পেইন বাস্তবায়নে প্রয়োজনীয় ভূমিকা রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে আরও বক্তব্য রাখেন ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মো. মোজাম্মেল হক কাজী, একাডেমিক সুপারভাইজার কাজল কুমার সরকার, উপজেলা শিক্ষা অফিসার আজমল হোসেন, সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা বেদারুল ইসলাম, আড়ানগর ইউপি চেয়ারম্যান মোসাদ্দেক হোসেন, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আবু ইউসুফ বদিউজ্জামান বকুল, উপ-সহকারী প্রকৌশলী আব্দুস সোবহান সাফি, স্যানিটারী ইন্সপেক্টর আনিছুর রহমান, স্বাস্থ্য পরিদর্শক আব্দুর রাজ্জাক প্রমুখ।

আরও পডুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

eighteen − twelve =

- Advertisment -spot_img

সবচেয়ে পঠিত