ধোবাউড়া প্রতিনিধি, আব্দুল মতিন মাসুদ
ময়মনসিংহ ধোবাউড়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। ধোবাউড়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন ও সেমিনারের আয়োজন করা হয়। উপজেলা পরিষদ হলরুমে ৮ডিসেম্বর সোমবার সেমিনার অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত শারমিন। সভায় সভাপতিত্ব করেন জনাব অধ্যক্ষ আব্দুল মোতালেব তালুকদার। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা দু্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মার্শেল চিছাম, সেমিনারে দুর্নীতি প্রতিরোধ কমিটির পক্ষে বক্তব্য দেন সম্মানিত সদস্য শামসুল হক মৃধা। এছাড়াও উপস্থিত ছিলেন কমিটির সম্মানিত সদস্য মীর মোঃ আশরাফউদ্দীন , সরলা রেমা, মীলা সংমা প্রমূখসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সদস্য সদস্যা, সুশীল সমাজ ও সাংবাদিকবৃন্দ।