32 C
Dhaka
শুক্রবার, জুলাই ১১, ২০২৫
একুশে ৭১খুলনা বিভাগনড়াইলনড়াইলের নলিয়া গ্রামে দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৭

নড়াইলের নলিয়া গ্রামে দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৭

নড়াইলের নলিয়া গ্রামে ছাগলের সঙ্গে অনৈতিক কাজের বিষয়ে জানতে প্রতিপক্ষের বাড়িতে গিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন অন্তত ১৭ জন। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, সোমবার (১৫ জুলাই) সকালে উপজেলার নলদী ইউনিয়নের নলিয়া গ্রামে রবি খান গ্রুপ ও শওকত খান গ্রুপের মধ্যে সংঘর্ষের এ ঘটনা ঘটে। এতে রবি খান গ্রুপে আহত হয়েছেন নালিয়া গ্রামের জামশেদ খান, আকাশ মল্লিক, নান্নু মল্লিক, জরিনা বেগম, সাবিনা বেগম, সোহাগ খান, ইকবল খান ও খয়বার। অন্যদিকে, শওকত খান গ্রুপে আহত হয়েছেন ইনদাদুল খান, আসাদ খান, আজাদ মোল্যা ও মুন্নাফ খান। স্থানীয় সূত্রে জানা যায়, লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নের নালিয়া গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে আগে থেকেই রবি খান গ্রুপ ও শওকত খান গ্রুপের মধ্যে বিরোধ ছিল। রোববার (১৪ জুলাই) বিকেলে শওকত খান গ্রুপের মফিজ খানের বাড়িতে থাকা এক শ্রমিকের বিরুদ্ধে পাট ক্ষেতে ছাগলের সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগ তোলে প্রতিপক্ষ রবি খানের লোকজন। এ নিয়ে সোমবার সকালে রবি খানের লোকজন মফিজ খানের বাড়িতে এ বিষয়ে শুনতে গেলে দুপক্ষ বাকবিতণ্ডার এক পর্যায়ে সংঘর্ষে জড়ায়। এতে দুই নারীসহ উভয় পক্ষের অন্তত ১৭ জন আহত হন। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় আহতদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়। আহতের ঘটনায় সদর হাসপাতালে ১২ জন চিকিৎসাধীন রয়েছে ও বাকি ৫ জন প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ত্যাগ করেছেন। এ ব্যাপারে লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকার পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। কোনো পক্ষই এখোনো লিখিত অভিযোগ করেনি। তবে অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরও পডুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

two × two =

- Advertisment -spot_img

সবচেয়ে পঠিত