শুরুটা নাচ ও মডেলিং দিয়ে হলেও সম্প্রতি তিনি পা রেখেছেন চিত্র জগতে। ইতিমধ্যেই শুটিং শেষ হলো তার অভিনীত প্রথম চলচ্চিত্র ‘মধ্যবিত্ত’। যেখানে মায়া চরিত্র দেখা যাবে এই অভিনেত্রীকে।
এছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন সদ্য প্রয়াত মাসুম আজিজ, এলিনা শাম্মি, রিয়াজুল রিজু, শিশির সরদার, শবনম পারভীন, আমির সিরাজী, সাবেরী আলম, সোহেল রানা, সহ আরও অনেকেই এবং একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন ওমর মালিক। গত বুধবার ছবিটির শুটিং সমপন্ন হয়েছে।
নির্মাতা জানিয়েছেন খুব দ্রুত ডাবিং ও ইডিটিং এর কাজ শেষ করে সেন্সর বোর্ডে জমা দেওয়া হবে। এ প্রসঙ্গে প্রাপ্তি জানিয়েছেন, মধ্যবিত্ত সিনেমাটি একটি গল্প নির্ভর সিনেমা। আমাদের সমাজের চারিদিকের বাস্তব চিত্র ছবিটিতে তুলে ধরা হয়েছে এবং আমাদের পরিচালক তানভীর হাসান ভাইয়ার একটি ড্রিম প্রজেক্ট, যেখানে মেকাপ আর্টিস্ট থেকে শুরু করে ক্যামেরা ম্যান, লাইট ম্যান, শিল্পী ও ইউনিটের প্রতিটি মানুষ অক্লান্ত পরিশ্রম করেছে। আশা রাখছি ২০২৩ সাল আমি এবং আমাদের মধ্যবিত্ত পুরো টিম দেশবাসীকে সুন্দর একটি সিনেমা উপহার দিতে যাচ্ছি। এছাড়াও এই অভিনেত্রীর বেশ কয়েকটি সিনেমার কাজের কথা চলছে, পাশাপাশি অভিনয়, মডেলিং ও নাচে সমান তালে তাল মিলিয়ে কাজ করে যাচ্ছেন এই প্রাপ্তি।