29 C
Dhaka
বুধবার, ফেব্রুয়ারি ১৯, ২০২৫
একুশে ৭১আরো সংবাদআইন আদালতনালিতাবাড়ীতে মেয়াদ উত্তির্ন বালাইনাশক ও বেশি মুল‍্যে সার বিক্রির দায়ে ২ ব‍্যবসায়ীকে...

নালিতাবাড়ীতে মেয়াদ উত্তির্ন বালাইনাশক ও বেশি মুল‍্যে সার বিক্রির দায়ে ২ ব‍্যবসায়ীকে জরিমানা

আমিরুল ইসলাম, শেরপুর প্রতিনিধি :

শেরপুরের নালিতাবাড়ীতে মেয়াদ উত্তির্ন বালাইনাশক বিক্রি ও বেশি মুল‍্যে সার বিক্রি করার দায়ে দুই ব‍্যবসায়ীকে জরিমানা
করা হয়েছে।

রবিবার (২ ফেব্রুয়ারী ) বিকেলে নালিতাবাড়ীর সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান কর্তৃক উপজেলার বিভিন্ন স্থানে সারের বাজার মনিটরিং করা হয়। এ সময় উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাইফুল ইসলাম খান ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে উপজেলার কাকরকান্দি বাজারের সার ডিলার মেসার্স আলম ট্রেডার্সকে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে সার বিক্রির অভিযোগে ১৫ হাজার টাকা জরিমানা এবং পৌরশহরের আড়াইআনী বাজার এলাকার মেসার্স সুমী ট্রেডার্সকে মেয়াদ উর্ত্তীর্ণ বালাই নাশক বিক্রির অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। বাজার মনিটরিং কালে সার ডিলারদের ক্রয়-বিক্রয়ের পাকা রশিদ সংরক্ষণসহ ক্রেতাকে রশিদ প্রদানের নির্দেশ দেয়া হয়। পাশাপাশি রশিদ ছাড়া সার না কেনার জন্য উপস্থিত কৃষকদের উদ্বুদ্ধ করা হয়।

এব‍্যাপারে উপজেলা সহকারী কমিশনার ভুমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান সাংবাদিকদের জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে।

এবিষয়ে নালিতাবাড়ী উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আব্দুল ওয়াদুদ এসাংবাদিককে বলেন, আমরা কৃষকদের স্বার্থে সারের দাম নিয়ন্ত্রণে প্রয়োজনীয় কার্যক্রম চালিয়ে যাচ্ছি। সরকার নির্ধারিত মুল‍্যের চেয়ে কেউ সার-কিটনাশকের মুল‍্য বেশি নিলে তার বিরুদ্ধে আইনগত ব‍্যবস্থা নেয়া হবে।

আরও পডুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

4 + three =

- Advertisment -spot_img

সবচেয়ে পঠিত