31 C
Dhaka
শুক্রবার, জুলাই ১৮, ২০২৫
একুশে ৭১ময়মনসিংহ বিভাগনেত্রকোনানেত্রকোনায় সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

নেত্রকোনায় সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

নেত্রকোনার সদর উপজেলার কালিয়ারা গাবরাগাতী ইউনিয়নের ধলাকান্দা গ্রামের ধনারখাল হতে অবৈধ ভাবে বালু উত্তোলন ও গণমাধ্যমকর্মী মহিউদ্দিন তালুকদারের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং শাস্তির দাবিতে নেত্রকোনার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আজ শুক্রবার (২৩/৫/২৫) বেলা ১১টায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ প্রেসক্লাব নেত্রকোনা জেলা শাখা ও সর্বস্তরের জনগণ কর্তৃক আয়োজিত এই মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রেসক্লাব ময়মনসিংহ বিভাগীয় কমিটির সভাপতি বিশিষ্ট সাংবাদিক জনাব মোঃ শামীম তালুকদার উক্ত মানববন্ধন কর্মসূচিতে সাংবাদিক নির্যাতনের ঘটনার প্রতিবাদে বক্তব্য রাখেন সাংবাদিক মুনায়েম খান, কাজী সফিউল আলম চৌধুরী জুয়েল, সাংবাদিক আসাদুজ্জামান তালুকদার, প্রভাষক ও সাংবাদিক বিজয় দাস, কবি শামছুদ্দোহা ফরিদ, এডঃ জহিরুল ইসলাম রানা, সাংবাদিক তানজিলা আক্তার রুবী, কবি দূর্জয় শেখ, কবি ও সাংবাদিক আব্দুস সামাদ, সাংবাদিক মোঃ মানিক মিয়া, সাংবাদিক ওবায়দুল ইসলাম সাগর প্রমুখ। সুধীজন ও সাংবাদিকবৃন্দের উপস্থিতিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ প্রেসক্লাব বারহাট্টা উপজেলা শাখার আহ্বায়ক প্রভাষক ও সাংবাদিক সুমন আহমেদ উল্লেখ্য যে, নির্যাতন ও হামলার শিকার সাংবাদিক মহিউদ্দিন তালুকদার নেত্রকোনা জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন এবং এই ঘটনায় নেত্রকোনা মডেল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

আরও পডুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

one × 2 =

- Advertisment -spot_img

সবচেয়ে পঠিত