15 C
Dhaka
বুধবার, ডিসেম্বর ১১, ২০২৪
একুশে ৭১ময়মনসিংহ বিভাগনেত্রকোনাপূর্বধলায় বীর মুক্তিযোদ্ধা হাজী আব্দুল জব্বার স্মৃতি হাসপাতালের পক্ষ থেকে হুইল চেয়ার...

পূর্বধলায় বীর মুক্তিযোদ্ধা হাজী আব্দুল জব্বার স্মৃতি হাসপাতালের পক্ষ থেকে হুইল চেয়ার ও ক্রাচ বিতরণ

নেত্রকোনা জেলার পূর্বধলা থানা ১১নং গোহালাকান্দা ইউনিয়নের শালদিঘা গ্রামে বীর মুক্তিযোদ্ধা হাজী আব্দুল জব্বার স্মৃতি হাসপাতাল লাউখাই, শ্যামগঞ্জ পূর্বধলা পক্ষ থেকে অদ্য বৃহ:হস্পতিবার বিকাল পাঁচ ঘটিকার সময় ২৮ নভেম্বর ২০২৪ইং দরিদ্র অসহায় ও প্রতিবন্ধী দুই জনের মাঝে উন্নতমানের হুইল চেয়ার ও ক্রাচ বিতরণ করা হয়।

হুইল চেয়ার বিতরণ করেন বীর মুক্তিযোদ্ধা হাজী আব্দুল জব্বার সাহেবের ছেলে ১১নং গোহালাকান্দা ইউনিয়নের বর্তমান জনপ্রিয় চেয়ারম্যান মো: আনোয়ার হোসেন ফজল। হুইল চেয়ার সুবিধা পেয়ে থাকেন মো: শাহাদাত হোসেন(৬) পিতা মো: আকরাম হোসেন হৃদয়,মাতা মোছা:রুবি আক্তার, গ্রাম :শালদিঘা পূর্বপাড়া।

অপর দিকে দুটি উন্নত মানের ক্রাচ বিতরণ করা হয় শালদিঘা গ্রামের২ নং ওয়ার্ডের গ্রাম পুলিশ মোঃ নিজাম উদ্দিন (৫০) এর মাঝে।
হুইল চেয়ার পেয়ে শাহাদাত হোসেনের অভিবাবকগণ ওক্রাচ পেয়ে নিজাম উদ্দিন চেয়ারম্যান প্রতি কৃতঞ্জতা ও ধন্যবাদ জানান।

হুইল চেয়ার বিতরণের সময় উপস্থিত ছিলেন শ্যামগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মো: আল ইমরান,সহসভাপতি মোঃ আবদুর রউফ দুদু, ১১নং গোহালাকান্দা ইউনিয়ন পরিষদের উদ্যোগক্তা মোঃ সাদ্দাম হোসেন,গ্রাম পুলিশগণ ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।

এলাকাবাসী বলেন, বর্তমান চেয়ারম্যান আমাদের সুখে দুঃখে বিপদে আপদে সব সময় পাশে থাকে এবং আমাদের সব সময় খোঁজ খবর রাখে এমন চেয়ারম্যান পেয়ে আমরা গর্বিত। মোঃ আনোয়ার হোসেন চেয়ারম্যান বলেন, আমিও সব সময় চাই জনগণের পাশে থেকে সেবা করতে। যতদিন বেঁচে থাকবো ততদিন মানুষের সেবা করে যাব।

উল্লেখ্য একই দিনে চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন ১১ নং গোহালাকান্দা ইউনিয়ন
পরিষদে ইউনিয়ন লিগ্যাল এইড কমিটির ওরিয়েন্টেশন সভা সকাল এগার ঘটিকার অনুষ্ঠানও ওয়াল্ড ভিশন বাংলাদেশ পূর্বধলা নেত্রকোনা শাখার সাথে ইউনিয়ন পরিষদের স্হায়ী কমিটি সমূহ কার্যকরী ও চলমান করণ সমঝোতা চুক্তি সাক্ষর অনুষ্ঠান বারটার প্রোগ্রামে ও অংশ গ্রহণ করেন।

আরও পডুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

4 × four =

- Advertisment -spot_img

সবচেয়ে পঠিত