31 C
Dhaka
শুক্রবার, জুলাই ১৮, ২০২৫
একুশে ৭১ময়মনসিংহ বিভাগনেত্রকোনাপূর্বধলা বাসীকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন ডাঃ মাকসুদ আল মাসুদ

পূর্বধলা বাসীকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন ডাঃ মাকসুদ আল মাসুদ

পূর্বধলা বাসীসহ দেশ ও দেশের বাহিরের সকল মুসলিম মানুষকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন পূর্বধলা উপজেলার ১১ নং গোহালাকান্দা ইউনিয়নের তথা শ্যামগঞ্জের কৃতি সন্তান লিভার,গ্যাস্ট্রো এন্টারোলজি ও মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ মাকসুদ আল মাসুদ( সবুজ) এম বি বি এস,(ঢাকা)বিসি এস স্বাস্হ্য এমডি (হেপাটোলজি) ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতাল।

ডাঃ মাকসুদ আল মাসুদ বলেন,একমাস সিয়াম সাধনার পর মুসলমানরা পবিত্র ঈদুল ফিতরের ঈদ আনন্দ উপভোগ করে। যদি ও ঈদ মুসলমানদের তবে ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক জাতি,ধর্ম,বর্ণ,নির্বিশেষে সকল মানুষের মাঝে।

শুভেচ্ছা বার্তায় তিনি জানান, ঈদ মোবারক, ঈদ একটি নির্মল আনন্দের আয়োজন। একমাস সিয়াম সাধনার পরে পবিত্র ঈদুল ফেতরের ঈদ আসে। সিয়াম সাধনার পর ঈদুল ফেতরের ঈদের আনন্দের মাধ্যমে যেখানে মানুষ আত্নশুদ্ধির জন্য পরস্পরের মিলন বন্ধনের ঐক্যবদ্ধ হয়ে ঈদের আনন্দ খুশী ভাগাভাগি করে নেয়।

নিজেদের অতীত জীবনের সব পাপ-কুলুশতা থেকে মুক্ত হয়ে পবিত্র অনুভুতি ধারন করেই পুর্নতা লাভ করে পবিত্র ঈদের খুশী। ইসলাম শান্তি ও কল্যাণের ধর্ম।

এখানে হিংসা-বিদ্বেষ, হানাহানির কোনও স্থান নেই। মানবিক মূল্যবোধ পারস্পরিক সহাবস্থান, পরমতসহিষ্ণুতা ও সাম্যসহ বিশ্বজনীন কল্যাণকে ইসলাম ধারণ করে। ব্যক্তি,পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে মুসলমানদের আত্মশুদ্ধি,সংযম, সৌহার্দ্য ও সম্প্রীতির মূলবন্ধন পরিব্যক্তি লাভ করুক এটাই হোক ঈদ উৎসবের ঐকান্তিক কামনা।

শ্যামগঞ্জ,পূর্বধলা বাসীসহ সবাইকে অগ্রিম ঈদ মোবারক,সকলের জীবনে বয়ে উঠুক ঈদের খুশি দূর হউক সকল কুলশতা ও জটিলতা, আল্লাহ পবিত্র ঈদুল ফিতরের উচিলায় বিশ্বের সকল মানুষকে সবাইকে ক্ষমা করুক, হেফাজত করুক, সকলে যেন মানুষে মানুষে জাতিতে জাতিতে ভেদাভেদ ভুলে ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করে বিশ্বকে শান্তির বসবাসযোগ্য স্হান হিসাবে গড়ে তুলে।তাহলেই না সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ নামটি মর্যাদা পায় সকল প্রাণীর উপরে।

আরও পডুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

twenty − eight =

- Advertisment -spot_img

সবচেয়ে পঠিত