31 C
Dhaka
শুক্রবার, জুলাই ১৮, ২০২৫
একুশে ৭১সারা বাংলাময়মনসিংহ বিভাগবগুড়ায় উদীচীর জাতীয় সংগীত পরিবেশন মঞ্চে হামলার প্রতিবাদে ময়মনসিংহে সমাবেশ।

বগুড়ায় উদীচীর জাতীয় সংগীত পরিবেশন মঞ্চে হামলার প্রতিবাদে ময়মনসিংহে সমাবেশ।

বগুড়ায় উদীচীর জাতীয় সংগীত পরিবেশন মঞ্চে হামলার প্রতিবাদে আজ ১৭ মে শনিবার বিকাল ৫টায় ময়মনসিংহ ফিরোজ জাহাঙ্গীর চত্বরে জাতীয় সংগীত গেয়ে প্রতিবাদ জানান বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী ময়মনসিংহ জেলা সংসদ সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, ছাত্র, যুব ও মহিলা সংগঠন সমূহ।

প্রতিবাদ সমাবেশে দোষীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানানোর পাশাপাশি জাতীয় সংগীত পরিবেশন করে উদীচী শিল্পীগোষ্ঠী।

এ সময় বক্তারা বলেন, যারা বাংলাদেশকে অস্বীকার করে, যারা মহান মুক্তিযুদ্ধের বিরোধিতা করে তারাই আজ জাতীয় সংগীত ও জাতীয় পতাকা অবমাননা করছে। বগুড়ার উদীচীর মঞ্চে এবং কার্যালয়ে যারা হামলা করেছে, অবিলম্বে তাদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয়। প্রতিবাদ সমাবেশের সভাপতিত্ব করেন ডাঃ প্রদীপ চন্দ্র কর সভাপতি উদীচী ময়মনসিংহ জেলা সংসদ, অনুষ্ঠান পরিচালনা করেন যীশুতোষ তালুকদার সাধারণ সম্পাদক ময়মনসিংহ জেলা সংসদ ।  

আরও পডুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

sixteen − eleven =

- Advertisment -spot_img

সবচেয়ে পঠিত