আজকে বেলা ১২ ঘটিকায় ডেমাজানী সরকারি কমরউদ্দিন ইসলামিয়া কলেজের ছাত্ররা ডেমাজানী করতোয়া ব্রীজ সংলগ্নে মানববন্ধন করে। গত মঙ্গলবার দুপুরে মো: শাহারিয়ার হোসেন রাব্বি কলেজে টেস্ট পরীক্ষা শেষে বাসার উদ্দেশ্য রওনা হলে কলেজের সামনে পথিমধ্যে হামলা করে চিহ্নিত সন্ত্রাসী মারুফ হোসেন,আকাশ ও সাব্বির এবং তাদের সহযোগীরা। এতে করে রাব্বি এবং রাকিব গুরুতর আহত হয়ে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ এ ভর্তি হয়। এবং ঐ দিনই শাজাহানপুর থানায় রাব্বির বড় ভাই সামিউল আলম বাদী হয়ে মামলা দায়ের করে। কলেজ এর ছাত্র শাহারিয়ার হোসেন রাব্বির উপর বহিরাগত সন্ত্রাসী হামলায় গত কয়েকদিনে কোন আসামিকে পুলিশ গ্রেফতার করতে পারেনি। আসামিদের দ্রুত গ্রেফতার করার দাবিতে মানববন্ধন করে ডেমাজানী কলেজ এর ছাত্র – ছাত্রীবৃন্দরা। তাঁরা ক্ষোভ প্রকাশ করেন যে আসামীরা প্রভাবশালী এবং আসামিদের কেউ কেউ সরকার বিরোধী রাজনীতির সাথে সম্পৃক্ত। তাই প্রশাসনের উপর মহলের হস্তক্ষেপ কামনা করছে ছাত্ররা