29 C
Dhaka
বুধবার, ফেব্রুয়ারি ১৯, ২০২৫
একুশে ৭১সারা বাংলাঢাকা বিভাগবধূ সাজে মায়িশা প্রাপ্তি

বধূ সাজে মায়িশা প্রাপ্তি

তরুণ প্রজন্মের এই অভিনেত্রী মায়িশা প্রাপ্তি পরেছেন নাজারার দামি লেহেঙ্গা। শরীর মোড়ানো বাহারি সব গহনায়। একেবারে কনের সাজে সেজেছেন তিনি! দেখলেই মনে হবে, যেন বধূ সাজে মায়িশা প্রাপ্তি। তবে বাস্তবে বা কোনো নাচ কিংবা সিনেমার জন্য নয়, প্রাপ্তির এমন সাজের কারণ, ব্রাইডাল শুট এর জন্য। এই সুন্দর লেহেঙ্গাটি স্পন্সর করেছে দেশের জনপ্রিয় ব্র্যান্ড নাযারা, জুয়েলারী স্পন্সর করেছে উযমাহ্ ও মেকওভারে ছিলেন মাহবুব মুন, হেয়ার স্টাইল করেছে সোহানা মিতু এবং ফটোগ্রাফিতে ছিলেন সুপরিচিত চিত্রগ্রাহক রাহুল খান মিশুক।

বধূ সাজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে প্রাপ্তি বলেন, ব্রাইড সাজা যে একটি আর্ট, বিয়ের আগে প্রথম বারের মতো ব্রাইড সেজেছি, খুব সুন্দর লাগছিল আমাকে এবং শুটের দিন কেমন জানি বিয়ে বিয়ে ফিল কাজ করছিল বলে হেসে ফেললেন। উল্লেখ্য, মায়িশা প্রাপ্তির শুরুটা নাচ ও মডেলিং দিয়ে হলেও সম্প্রতি তিনি পা রেখেছেন চিত্র জগতে। ইতিমধ্যেই শুটিং শেষ হলো তার অভিনীত প্রথম চলচ্চিত্র ‘মধ্যবিত্ত’, যেটি খুব শীঘ্রই মুক্তি পেতে যাচ্ছে।

আরও পডুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

eight − 2 =

- Advertisment -spot_img

সবচেয়ে পঠিত