31 C
Dhaka
শুক্রবার, জুলাই ১৮, ২০২৫
একুশে ৭১সারা বাংলাময়মনসিংহ বিভাগবিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে বাংলাদেশ প্রেসক্লাব ময়মনসিংহ বিভাগীয় কমিটির মানববন্ধন ও আলোচনা...

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে বাংলাদেশ প্রেসক্লাব ময়মনসিংহ বিভাগীয় কমিটির মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত।

আজ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। এই দিনে পৃথিবীব্যাপী বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত হয়। বাংলাদেশ প্রেসক্লাব কেন্দ্রীয় ঘোষনায় বাংলাদেশ প্রেসক্লাব ময়মনসিংহ বিভাগীয় কমিটি ময়মনসিংহে মানববন্ধন ও আলোচনা সভা করে ।

এবারের বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের স্লোগান, ‘সাহসী নতুন বিশ্বে রিপোর্টিং-স্বাধীন গণমাধ্যমে এআই এর প্রভাব।’বিশ্ব সংবাদমাধ্যমের স্বাধীনতা সূচকে গত বছরের তুলনায় ১৬ ধাপ এগিয়েছে বাংলাদেশ।

শনিবার (৩ মে) ‘বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস’ উপলক্ষে দুপুর ৩টার দিকে নগরীর শহীদ ফিরোজ-জাহাঙ্গীর চত্বরে এই কর্মসূচি পালিত হয়। ঘণ্টাব্যাপী মানববন্ধনে জেলার বিভিন্ন স্থান থেকে আগত সাংবাদিকরা অংশ নেন।

বাংলাদেশ প্রেসক্লাব ময়মনসিংহ বিভাগীয় কমিটির সভাপতি শামীম তালুকদারের সভাপতিত্বে ও মহানগর শাখার সভাপতি আমিনুল ইসলাম রাব্বির সঞ্চালনায় আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন- বাংলাদেশ প্রেসক্লাব ময়মনসিংহ বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক মীর মো: খালেদ হাসান । তিনি বলেন গণমাধ্যমকর্মীদের ওপর নির্যাতন ও হয়রানি বন্ধ, নিরাপদ কর্মপরিবেশ এবং পূর্ণ স্বাধীনতা নিশ্চিতের জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে।

বাংলাদেশ প্রেসক্লাব ময়মনসিংহ জেলার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সজীব রাজভর বিপিন বলেন’ জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী  অন্তর্বর্তীকালীন সরকারকে দায়িত্ব গ্রহন করার পরও সাংবাদিকদের ওপর মিথ্যা মামলা, হামলা, হুমকি, হয়রানি চলছে। গণমাধ্যম কর্মীদের নিরাপত্তা শতভাগ নিশ্চিত করতে মামলা মিথ্যা প্রমানিত হলে মামলাকারী বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থ্যা রাখতে হবে।

আরো বক্তব্য রাখেন’ জেলার সহ-সাংগঠনিক সম্পাদক বিশ্বনাথ সাহা বিষু, দফতর সম্পাদক মো. রাফিউল ইসলাম হায়দার, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক দ্বীন ইসলাম, সদস্য শান্ত, নেত্রকোনা জেলার যুগ্ম সাধারণ সম্পাদক তরিকুল আলম জামাল,সাংবাদিক আবদুল মান্নান খান, সাংবাদিক মকবুল হোসেন প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকরা জাতির বিবেক। কিন্তু আজ সেই বিবেককে বারবার হুমকির মুখে পড়তে হচ্ছে। তারা বলেন, দেশে বারবার সাংবাদিকদের ওপর হামলা, হুমকি, হয়রানি, ডিজিটাল নিরাপত্তা আইনসহ বিভিন্ন আইনের অপব্যবহার করে কণ্ঠরোধের চেষ্টা চলছে, যা গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার জন্য ভয়াবহ হুমকি, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত না হলে জনগণের তথ্য জানার অধিকার বিপন্ন হয়। অবিলম্বে সাংবাদিক নির্যাতনের বিচার এবং এসব ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তাঁরা।বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে অংশ নেওয়া সাংবাদিকরা একমত হন, স্বাধীন ও দায়িত্বশীল সাংবাদিকতা রক্ষায় সকল সাংবাদিককে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

আরও পডুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

eight − 6 =

- Advertisment -spot_img

সবচেয়ে পঠিত