31 C
Dhaka
শুক্রবার, জুলাই ১৮, ২০২৫
একুশে ৭১বিনোদনবান্টি দেবের গীতি কথায় সূদীপার নতুন গান

বান্টি দেবের গীতি কথায় সূদীপার নতুন গান

সপ্তস্বর সূদীপা আগামী ৩০/০৯/২২ তার প্রথম মৌলিক গান প্রকাশ হচ্ছে, গানটিন শিরোনাম রাখা হয়েছে “আজ এলো খুশির দিন”। গানটি পূজা উপলক্ষে স্বপ্তস্বর সূদীপা (Sopthoswar Sudipa) ইউটিউব চ্যানেল রিলিজ হচ্ছে । গানের গীতিকার বান্টি দেব,সুর করেছেন অয়ন দে, সংগীতায়োজন করেছেন সুদীপ চক্রবর্তী এবং গানে কন্ঠ দিয়েছে সূদীপা, অয়ন এবং সপ্তস্বর একাডেমির ছাত্র ছাত্রী বৃন্দ। গীতিকার বান্টি দেব বলেন, যে সময় খুব জুড়ালো ভাবে চলছে কে কতো বড় বা নামী শিল্পী নিয়ে কাজ করবে সেই সময় সূদীপা তার প্রথম মৌলিক গান নিয়ে আসছে তার হাতে গড়া সপ্তস্বর একাডেমির একদল ক্ষুদেদের নিয়ে।এই ক্ষুদেদের মিউজিক এর গভীরের কাজগুলো সম্পর্কে অবগত করাতেই তাদের নিয়ে সে গানটি রিলিজ করছে ।শুভকামনা জানাই একদল ক্ষুদে শিল্পীদের।

আরও পডুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

ten − ten =

- Advertisment -spot_img

সবচেয়ে পঠিত