সোমবার ভোরে সিলেটের পাইকারি বাজার লালদিঘীরপাড় এলাকার হকার্স মার্কেটে অগ্নিকাণ্ডে শতাধিক দোকান পুড়ে গেছে।
ঈদুল ফিতরের একদিন আগে অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বাজারের ব্যবসায়ীদের।
রোববার (২ মে) বিকেল ৩টার দিকে মার্কেটের ভেতরে ৫ম গলিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে সিলেট ফায়ার ব্রিগেডের সদস্যরা সকাল ৬টা পর্যন্ত চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি।
ফায়ার সার্ভিসের তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা কঠিন হয়ে পড়ে। প্রকৃতির আপন খেয়ালে সকাল সোয়া ছয়টার দিকে বৃষ্টি শুরু হয়ে আগুন নেভায়।
ফায়ার ব্রিগেড জানায়, মার্কেটের ৫ম লেনের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা যায়নি। তথ্য : DS