31 C
Dhaka
শুক্রবার, জুলাই ১৮, ২০২৫
একুশে ৭১আরো সংবাদসাহিত্য“ভেজাল- ২৪” জহিরুল আলম জাহাঙ্গীর

“ভেজাল- ২৪” জহিরুল আলম জাহাঙ্গীর

তেলে তেলে পিচ্ছিল
রাজনীতির অঙ্গন,
Face book যেন এর
ফ্রি – মেইল বন্ধন।

কর্মী বিমুখ দল আর
নেতায় ভরা দেশটা,
ছামচা আর বাটপারে
ঘেরা চারিপাশটা।

নীতি আর আদর্শ
শুধু বক্তৃতা সর্বস্ব,
অনিয়ম দূর্ণীতি
এর নামই রাজনীতি।

যদি বল বেশ বেশ
তবে তুমি নির্দোষ,
ব্যতিক্রম বললেই
যত দোষ নন্দ ঘোষ।

ভোট নাই বলে তাই
পাচ্ছেনা ঠাহড়,
একদিন ঘুচবেই
সব মিছে ফাঁপড়।

সেইদিন বুঝবে
রাজনীতি কারে কয়,
জাগবেই জনতা
খুব বেশি দুরে নয়।

আরও পডুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

1 − one =

- Advertisment -spot_img

সবচেয়ে পঠিত