তেলে তেলে পিচ্ছিল
রাজনীতির অঙ্গন,
Face book যেন এর
ফ্রি – মেইল বন্ধন।
কর্মী বিমুখ দল আর
নেতায় ভরা দেশটা,
ছামচা আর বাটপারে
ঘেরা চারিপাশটা।
নীতি আর আদর্শ
শুধু বক্তৃতা সর্বস্ব,
অনিয়ম দূর্ণীতি
এর নামই রাজনীতি।
যদি বল বেশ বেশ
তবে তুমি নির্দোষ,
ব্যতিক্রম বললেই
যত দোষ নন্দ ঘোষ।
ভোট নাই বলে তাই
পাচ্ছেনা ঠাহড়,
একদিন ঘুচবেই
সব মিছে ফাঁপড়।
সেইদিন বুঝবে
রাজনীতি কারে কয়,
জাগবেই জনতা
খুব বেশি দুরে নয়।