26 C
Dhaka
বৃহস্পতিবার, মার্চ ২০, ২০২৫
একুশে ৭১আরো সংবাদঅপরাধ ও দুর্নীতিভোলায় ভূয়া ম্যাজিস্ট্রেট সহ আটক আটক-৩

ভোলায় ভূয়া ম্যাজিস্ট্রেট সহ আটক আটক-৩

আশিকুর রহমান শান্ত, ভোলা

ভোলায় ভুয়া ম্যাজিস্ট্রেট পরিচয়ে মোবাইল কোর্ট পরিচালনা করে ব্যবসায়ীদের নিকট থেকে বিপুল পরিমান অর্থ হাতিয়ে নেয়ার ঘটনায় ভূয়া ম্যাজিস্ট্রেট সহ ৩ জন কে গ্রেফতার করেছে ভোলা গোয়েন্দা সংস্থা (ডিবি) এর একটি টিম।

গ্রেপ্তারকৃতরা হলেন, প্রতারক চক্রের প্রধান ভূয়া ম্যাজিস্ট্রেট আফরান শুভ (২২) আনসার সদস্য মোঃ হারুন অর রশিদ (৪৩), গাড়ী চালক মোঃ বাবুল হাওলাদার (৩০)।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারী) বিকালে ভোলা পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে এক প্রেসব্রিফিংয়ে এ সকল তথ্য জানান ভোলা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) আছাদুজ্জামান। তিনি বলেন, গত ১২ ই ফেব্রুয়ারী সকাল ১১টায় ভোলার বোরহানউদ্দিন উপজেলার হাসান নগর ইউনিয়নে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ব্যবসায়ীদের কাছ থেকে জরিমানার টাকা হাতিয়ে নেন প্রতারক ভূয়া ম্যাজিস্ট্রেট শুভ। প্রতারক শুভকে সহায়তা করেন স্থানীয় হাসান নগর ইউনিয়নের আনসার কমান্ডার হারুনুর রশিদ। বিষয়টি নিয়ে এলাকায় ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক চাঞ্চলের সৃষ্টি হয়। বিষয়টি জেলা পুলিশ সুপার মহোদয়ের নজরে আসলে তিনি তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহনের জন্য জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ কে নির্দেশ প্রদান করি।

নির্দেশ মোতাবেক ডিবি’র অফিসার ইনচার্জ মোঃ ইকবাল হোসেন এর নেতৃত্বে এসআই নাজমুল হাসান সহ একটি চৌকশ দল ১৩ ফেব্রুয়ারি রাত্র ১০ টা ৩০ মিনিটের দিকে জেলার বোরহানউদ্দিন ও লালমোহন থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়। তাদের কাছে থাকা ভূয়া পরিচয়পত্র, ভূয়া জরিমানা আদায়ের রেজিস্টার, ভূয়া বাজার মনিটরিং অনুমতি পত্রসহ অপরাধ কার্যে ব্যবহৃত একটি মোটর সাইকেল উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে ভূয়া ম্যাজিস্ট্রেট পরিচয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান অর্থ হাতিয়ে নেওয়ার কথা স্বীকার করেন।

এ ঘটনার সাথে আরো অন্য কেউ জড়িত আছে কিনা এই বিষয়ে আমরা আরো গভীর তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করব।

আরও পডুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

sixteen − 2 =

- Advertisment -spot_img

সবচেয়ে পঠিত