30 C
Dhaka
সোমবার, জুন ১৭, ২০২৪
একুশে ৭১শিক্ষাময়মনসিংহে উৎসব মুখর পরিবেশে শিক্ষার্থীদের মাঝে নতুন বই তুলে দিলেন মসিক মেয়র...

ময়মনসিংহে উৎসব মুখর পরিবেশে শিক্ষার্থীদের মাঝে নতুন বই তুলে দিলেন মসিক মেয়র ইকরামুল হক টিটু

ময়মনসিংহে শিক্ষার্থীদের মাঝে উৎসব মুখর পরিবেশে ২০২৪ সালের নতুন বই বিতরণ করা হয়েছে।

১ জানুয়ারি ( সোমবার ) সকালে নগরীর কালিবাড়ী প্রিমিয়ার আইডিয়াল স্কুলে বই বিতরণ উৎসবের উদ্বোধন করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু।

বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণীর বই বিতরণ করা হয়েছে। এ বছর ময়মনসিংহ জেলায় প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে ১৪ লাখ ৪৮ হাজার ৫৫ শিক্ষার্থীর মধ্যে ৮৭ লাখ ৮৪ হাজার ৬০৫টি বই বিতরণ করা হয়েছে। প্রাথমিক পর্যায়ে ৭ লাখ ৯২ হাজার ২১৯ শিক্ষার্থীর মধ্যে শতভাগ ৩৬ লাখ ৮১ হাজার ৮৪০টি বই বিতরণ করা হয়েছে। মাধ্যমিক পর্যায়ে ৬ লাখ ৫৫ হাজার ৮৩৫ শিক্ষার্থীর মধ্যে চাহিদার ৭২ লাখ ৮৭ হাজার ৮৯৩ টি বইয়ের মধ্যে ৫১ লাখ ২ হাজার ৮৬৫টি বই পাওয়া গেছে।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শহিদুল ইসলাম বলেন, প্রথম থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর সংখ্যা ৬ লাখ ৯২ হাজার ৩০০। নতুন বছরে বই পেয়েছি ৩৫ লাখ ৮১ হাজার ৮৪০টি। নতুন বছরে প্রাথমিকের শতভাগ শিক্ষার্থীদের মধ্যে বই দেয়া হবে।

আরও পডুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

two × 2 =

- Advertisment -spot_img

সবচেয়ে পঠিত