বিশেষ প্রতিনিধি মারুফ হোসেন
“সুস্থ দেহে সুন্দর মন গড়ে তোলে ক্রীড়াঙ্গণ ” এই স্লোগানকে সামনে নিয়ে বর্ণিল আয়োজনে ময়মনসিংহে উদযাপিত হতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির ৪৯ তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২২।
এই উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বুধবার ১৯ অক্টোবর (২০২২) সন্ধ্যা ৭টায় ময়মনসিংহ নগরীর হোটেল মোস্তাফিজ ইন্টারন্যাশনাল হলরুমে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ময়মনসিংহ এর চেয়ারম্যান প্রফেসর ড.গাজী হাসান কামাল এর সভাপতিত্বে, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এর ব্যবস্থাপনায়, সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আঞ্চলিক উপ-পরিচালক আখতারুজ্জামান ভূঁইয়া। ২০ অক্টোবর ময়মনসিংহ রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে উদ্বোধনের পর নগরীর বিভিন্ন মাঠে খেলা অনুষ্ঠিত হবে।৫৪০ জন ক্রীড়াবিদ খেলায় অংশগ্রহণ করবে।
এসময় উপস্থিত ছিলেন। সচিব প্রফেসর কিরিট কুমার দত্ত এবং আঞ্চলিক পরিচালক আজহারুল ইসলাম। মত বিনিময় সভায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।