26 C
Dhaka
মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫
একুশে ৭১আরো সংবাদঅপরাধ ও দুর্নীতিময়মনসিংহে চোরাই সিএনজিসহ গ্রেফতার ১

ময়মনসিংহে চোরাই সিএনজিসহ গ্রেফতার ১

জেলা গোয়েন্দা শাখা, ময়মনসিংহের অভিযানে ০২টি চোরাই সিএনজিসহ এক ব্যক্তি গ্রেফতার হয়েছেন। গতকাল বিকেল ৫:৪৫ ঘটিকায় কোতোয়ালী মডেল থানাধীন চুরখাই এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পূর্ব পার্শ্বে মোঃ দুলাল নামক এক ব্যক্তির চায়ের দোকানের সামনে অভিযান চালানো হয়। এ সময় চোর চক্রের সদস্য মোঃ জুনায়েত (২৫), পিতা-মোবারক হোসেন, মাতা-দেলোয়ারা খাতুন, গ্রাম-চকরামপুর, থানা-ত্রিশাল, জেলা-ময়মনসিংহকে চোরাই সিএনজিসহ আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত জুনায়েত দীর্ঘদিন ধরে চোরাই সিএনজি চক্রের সাথে যুক্ত ছিল। তার কাছে উদ্ধার হওয়া দুটি সিএনজি অবৈধভাবে দখলে ছিল। এই চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত করতে অভিযান অব্যাহত রেখেছে পুলিশ। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। জেলা গোয়েন্দা শাখা আরও জানায়, চোরাই সিএনজি চক্রের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং আইনশৃঙ্খলা রক্ষায় তারা আরও কঠোর পদক্ষেপ নিবে।

আরও পডুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

5 × 1 =

- Advertisment -spot_img

সবচেয়ে পঠিত