28 C
Dhaka
বুধবার, ফেব্রুয়ারি ১৯, ২০২৫
একুশে ৭১সারা বাংলাময়মনসিংহ বিভাগময়মনসিংহে জাতীয় সমাজসেবা দিবস পালিত

ময়মনসিংহে জাতীয় সমাজসেবা দিবস পালিত

“নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তার” এই প্রতিপাদ্যে ময়মনসিংহে জাতীয় সমাজসেবা দিবস পালন করা হয়েছে। বৃহস্পতিবার (২ ডিসেম্বর ) সকালে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে নগরীর সার্কিট হাউজ জিমনেসিয়াম প্রাঙ্গণে বেলুন ও পায়রা উড়িয়ে দিবসটির শুভ উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার মোঃ মোখতার হোসেন। এরপর এক বর্ণাঢ্য র‍্যালী জিমনেসিয়াম প্রাঙ্গণ থেকে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে টাউন হল প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে টাউন হলের এড. তারেক স্মৃতি অডিটোরিয়ামে এক মুক্ত আড্ডার আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক গোলাম মোস্তফা। জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক রাজু আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মফিদুল আলম। এছাড়াও আরও বক্তব্য রাখেন বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের অতিরিক্ত পরিচালক দেবাশীষ সরদার, উপ-পরিচালক মোহাম্মদ আলী হায়দার ভূইয়া, ময়মনসিংহ ছাত্র সমন্বয়ক আশিকুর রহমান, সহ সমন্বয়ক ফোয়াদ খান, অলিউল্লাহ, আলীম, জলাই কণ্যা মার্জিয়া মনসুর তুষি, তানজিয়া নাজনীন। মুক্ত আড্ডায় বক্তব্য রাখেন ছাত্র-জনতা, এনজিও প্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিসহ প্রমুখ। আলোচনা শেষে জুলাই কণ্যা, ছাত্র প্রতিনিধি, জনতা ও প্রবীণদের অংশগ্রহণে ওয়াকথন প্রতিযোগিতায় ৪ টি ইভেন্টে বিজয়ী ১৪ জনকে পুরষ্কৃত করা হয়। সমাজসেবা কার্যালয় সূত্রে জানা গেছে, জুলাই বিপ্লবের চেতনার আলোকে বৈষম্যহীন, শোষনমুক্ত ও ন্যায়ভিত্তিক সমাজ বিনির্মাণে সমাজ কল্যাণ মন্ত্রণালয় দেশের সুবিধা বঞ্চিত জনগোষ্ঠী ও প্রতিবন্ধী ব্যক্তিদের টেকসই উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। এ মন্ত্রণালয়ের ভীষণ মিশন অর্জনে আওতাধীন দপ্তর ও সংস্থাসমূহ বহুমুখী কর্মসূচি বাস্তবায়ন করেছে। কল্যাণ রাষ্ট্র গঠনে প্রতিশ্রুত সমাজকল্যাণ মন্ত্রণালয় “জাতীয় সমাজসেবা দিবস উদযাপনের অংশ হিসেবে দুই প্রজন্মের লড়াকু নবীন-প্রবীণদের সমন্বয়ে এবছর ২ জানুয়ারি জাতীয় সমাজসেবা দিবস পালিত হচ্ছে। সমাজ দর্শন এবং উন্নয়ন কৌশলের পরিপেক্ষিতে বিশাল কর্মযজ্ঞে নিয়োজিত সমাজকর্মীদের উৎসাহিত করার লক্ষ্যে ১৯৯৯ সাল হতে ২ জানুয়ারি জাতীয় সমাজ সেবা দিবস পালন হয়ে আসছে। সমাজকল্যাণ মন্ত্রণালয়াধীন সমাজসেবা অধিদপ্তর দেশের দুঃস্থ, অবহেলিত, পশ্চাৎপদ, দরিদ্র, এতিম, অটিস্টিক, ও প্রতিবন্ধী এবং সমাজের অনগ্রসর মানুষের কল্যাণ ও উন্নয়নের ক্ষেত্রে ব্যাপক ও বহুমুখী কর্মসূচি নিয়ে সামাজিক নিরাপত্তা বেষ্টনী সুদৃঢ়করণের লক্ষ্যে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। দুঃস্থ, অসহায় প্রতিবন্ধী, বিপন্ন শিশু ও অনগ্রসর জনগোষ্ঠীকে সামাজিক নিরাপত্তা প্রদান তাদের আর্থ- সামাজিক উন্নয়ন সাধনের মাধ্যমে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে সমাজসেবা অধিদপ্তর। এই দপ্তররটির কাজ দেশের তৃণমূল পর্যন্ত বিস্তৃত। সমাজের অনগ্রসর জনগোষ্ঠীদের মূল ধারার পথে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সমাজসেবা অধিদপ্তর পথিকৃতের ভূমিকা পালন করছে। সারাদেশে ১০৩৯ টি কার্যালয়ের মাধ্যমে বর্তমানে ৫৪ টি কার্যক্রম পরিচালিত হচ্ছে। সমাজসেবা অধিদপ্তর এসব কার্যক্রমের মাধ্যমে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় সমাজের অনগ্রসর, সুবিধাবঞ্চিত, দরিদ্র ও সমস্যাগ্রস্ত জনগোষ্ঠীর কল্যাণ সাধন, সামাজিক নিরাপত্তা প্রদান ও ক্ষমতায়নের মাধ্যমে আর্থসামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ ইউসুফ আলী, জেলা প্রশাসক মফিদুল আলম, বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ- পরিচালক, জেলা প্রশাসক কার্যালয়, বিভাগীয় ও জেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা- কর্মচারী, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ প্রমুখ।

আরও পডুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

eleven + fourteen =

- Advertisment -spot_img

সবচেয়ে পঠিত