বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র ময়মনসিংহ জেলা শাখার নবম সম্মেলন অনুষ্ঠিত হলো। শুক্রবার (১২ জুলাই) বিকাল ৫টায় ময়মনসিংহ কোতোয়ালি থানা মাল গুদাম রোড টিইউসি চত্বরে অনুষ্ঠিত হয় নবম জেলা সম্মেলন।
জাতীয় পতাকা উত্তোলন ও উদীচী শিল্পীগোষ্ঠী ময়মনসিংহ জেলা সংসদের জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হয় বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র ময়মনসিংহ জেলা শাখার সম্মেলন। জাতীয় পতাকা উত্তোলন ও উদ্বোধন ঘোষণা করেন শাহিদা পারভিন শিখা দপ্তর সম্পাদক টিইউসি কেন্দ্রীয় কমিটি, সংগঠনের পতাকা উত্তোলন করেন জনাব মোবারক হোসেন প্রচার সম্পাদক টিইউসি কেন্দ্রীয় কমিটি, সাবেক সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয় চতুর্থ শ্রেণী কর্মচারী ইউনিয়ন, সহযোগিতা করেন জনাব এনায়েত হোসেন খান সাধারণ সম্পাদক ময়মনসিংহ জেলা কমিটি টিইউসি। নবম সম্মেলনের সভাপতির আসন গ্রহণ ও স্বাগত বক্তব্য রাখেন জনাব মাহবুব বিন সাইফ সভাপতি টিইউসি ময়মনসিংহ জেলা শাখা। প্রধান অতিধি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আবুল কালাম আজাদ যুগ্ন-সাধারণ সম্পাদক কেন্দ্রীয় কমিটি টিইউসি, সভাপতি ট্যানারী ওয়ার্কার্স ইউনিয়ন।শোক প্রস্তাব উপস্থাপন করেন শ্রী কমল বসাক কার্যকরী সভাপতি টিইউসি জেলা শাখা, শুভেচ্ছা বক্তব্য রাখেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক জনাব মোকছেদুর রহমান জুয়েল। এসময় বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন শাহিদা পারভিন শিখা দপ্তর সম্পাদক টিইউসি কেন্দ্রীয় কমিটি,তিনি বলেন আজ আমাদের দেশে উন্নয়নের জোয়ারের স্ত্রোতে দিন দিন বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ার কারনে শ্রমিক সদস্যরা বেকার হয়ে যাচ্ছে। এখানে আরো বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট এমদাদুল হক মিল্লাত তিনি বলেন আজ আমরা কি দেখছি আমাদের শ্রমিক সহ সাধারন মানুষ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য মূল্যের বৃদ্ধির চাপে হতাস হয়ে পড়েছে। ৯ম সম্মেলনে মাহবুব বিন ছাইফকে সভাপতি ও আব্দুর রাজ্জাককে সাধারণ সম্পাদক করে ৪০ সদস্য বিশিষ্ট ময়মনসিংহে ট্রেড ইউনিয়ন কেন্দ্রের কমিটি ঘোষনা করা হয়।