31 C
Dhaka
শুক্রবার, জুলাই ১৮, ২০২৫
একুশে ৭১আরো সংবাদঅপরাধ ও দুর্নীতিময়মনসিংহ ঈশ্বরগঞ্জ উপজেলার হেযবুত তওহীদের সদস্যদের উপর হামলা ও বাড়ীঘরে লুটপাটের প্রতিবাদে...

ময়মনসিংহ ঈশ্বরগঞ্জ উপজেলার হেযবুত তওহীদের সদস্যদের উপর হামলা ও বাড়ীঘরে লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত 

আজ  (২৭ এপ্রিল ২০২৩)দুপুর ১২ টায় ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনটি করা হয়। বাস্তব ঘটনাটি তুলে ধরেন ঈশ্বরগঞ্জ উপজেলা সভাপতি এজেডএম নাজমুল ইসলাম,লিখিত বক্তব্যটি পাঠ করেন ময়মনসিংহ জেলা হেযবুত তওহীদের সভাপতি মমতা হাবিবুর রহমান, সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন হেযবুত তওহীদের ময়মনসিংহের বিভাগীয় প্রধান মোহাম্মদ এনামুল হক বাপ্পা, আরো উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় রাজনৈতিক বিষয়ক সম্পাদক মোঃ রহমতুল্লাহ রানা, ময়মনসিংহ বিভাগীয় কৃষি বিষয়ক সম্পাদক   মোঃ আতাউর রহমান, নান্দাইল উপজেলা সভাপতি হাবিবুর রহমান প্রমুখ সহ প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। 

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ  থানাধীন উচাখিলা বাজারে প্রকাশ্য দিবালোকে কতিপয় সন্ত্রাসী অতর্কিতে হেলাল উদ্দিন, কবির উদ্দিন, মোতাকাব্বির, সাবেক ইউপি চেয়ারম্যান এ কে এম মোজাব্বিরুল ইসলামের  বাসাবাড়িতে ও বিশিষ্ট ব্যবসায়ী শাহজাহান এর দোকানে হামলা চালিয়ে মারধোর, ব্যাপক ভাংচুর করে নগদ টাকাসহ ২০ লক্ষাধিক টাকার মালামাল লুটপাট করে নিয়ে গেছে। 

গত কাল ২৬ এপ্রিল দুপরে এ পৈশাচিক ও বর্বরোচিত ঘটনা ঘটেছে।দূর্বৃত্তরা কোপিয়ে বেশ কয়েকজনকে রক্তাক্ত জখম করেছে।গুরুতর আহত কবির মিয়া,জাহাঙ্গীর মিয়া ও সারোয়ার হোসেন  তিনজন  ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে  চিকিৎসা নিয়েছেন। 

স্থানীয় লোকজন জানান হামলাকারীরা চিহ্নিত পেশাদার সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক কারবারি ও ভয়ংকর প্রকৃতির লোক। এঘটনায় নাজমূল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান একেএম মোজাব্বিরুল ইসলাম ও ব্যবসায়ী শাহজাহান বাদী হয়ে ঈশ্বরগঞ্জ থানায় পৃর্থক পৃর্থক মামলা করার প্রস্তুতি নিচ্ছেন। 

উল্লেখ্য ঘরবাড়িতে ও লুটপাটের হুমকি দেওয়ার কারনে  সন্ত্রাসীদের হামলার আশংকা করে ঈশ্বরগঞ্জ থানায় নাজমূল ইসলাম বাদী হয়ে গতকাল ২৫ এপ্রিল একটি জিডি করেছে। জিডির পর ২৪ ঘন্টা যেতে না যেতে সন্ত্রাসীরা হামলা চালিয়ে হামলা ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে। 

হামলার শিকার ব্যবসায়ী শাহজাহান সাংবাদিকদের জানান তাঁর দোকানে ক্যাশবাক্সে থাকা নগদ ১ লাখ ২০ হাজার টাকা ও সাড়ে তিন লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।

নাজমূল ইসলাম জানান তাদের রক্তাক্ত জখম করে এবং ঘরবাড়ি, মালামাল,হোন্ডা ভাংচুর করে ৫ লক্ষাধিক টাকার ক্ষতি করেছে।

সাবেক ইউপি চেয়ারম্যান মোজাব্বিরুল ইসলাম বলেন আমার বাসার সকল ভাড়াটিয়াদের ঘরে থাকা মালামাল লুট করে নিয়ে গেছে। প্রায় ২ লাখ টাকা মূল্যের বাইকটি ভেঙ্গে চুরমার করেছে। হামলাকারীদের তান্ডব এর কি দৃশ্য  কান্ড কারখানা  সিসি ক্যামেরার ভিডিও ফুটেজে রয়েছে। 

সাবেক মেম্বার হারুন অর রশিদ, যুবলীগ নেতা মাহবুব হামলাকারীদের নাম উল্লেখ করে এদেরকে সহসা গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তি প্রদানের জন্য আইন শৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করে বাজারে পুলিশের টহল জোরদার করার দাবী জানান।

ঈশ্বরগঞ্জ থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এখনো কেউ গ্রেফতার হয়নি।সন্ত্রাসীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। আবারও হামলার আশংকা করা হচ্ছে।

আরও পডুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

12 + ten =

- Advertisment -spot_img

সবচেয়ে পঠিত