বৃহস্পতিবার (২৩ মে) সকালে উপজেলার দরিরামপুর নজরুল একাডেমি মাঠে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে তিন দিনব্যাপী আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মহিববুর রহমান।‘অসাম্প্রদায়িক চেতনা এবং নজরুল’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে ও ময়মনসিংহ জেলা প্রশাসনের সহযোগিতায় কবির শৈশবস্মৃতি বিজড়িত দরিরামপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মবার্ষিকী উদযাপন শুরু হয়েছে। পরে শহীদ সৈয়দ নজরুল ইসলাম অডিটোরিয়ামে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে ময়মনসিংহ জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ-২ আসনের সংসদ সদস্য শরীফ আহমেদ, ময়মনসিংহ-১০ আসনের সংসদ সদস্য ফাহমি গোলন্দাজ বাবেল,ময়মনসিংহ-৭ আসনের সংসদ সদস্য এবিএম আনিছুজ্জামান, ময়মনসিংহ-৩ আসনের সংসদ সদস্য নিলুফার আনজুম পপি। নজরুল স্মারক বক্তা ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের সহকারী অধ্যাপক আশিক সরকার। আলোচনা সভা শেষে বিভিন্ন এলাকার সাংস্কৃতিক সংগঠনের শিল্পীবৃন্দ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।