32 C
Dhaka
শুক্রবার, জুলাই ১১, ২০২৫
একুশে ৭১আরো সংবাদআইন আদালতময়মনসিংহ রেঞ্জ ডিআইজি রমজান ও ঈদ-ঊল-ফিতর উপলক্ষে নিরাপত্তা নিশ্চিত করণে সংবাদ সম্মেলন

ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি রমজান ও ঈদ-ঊল-ফিতর উপলক্ষে নিরাপত্তা নিশ্চিত করণে সংবাদ সম্মেলন

রমজান উপলক্ষে ময়মনসিংহে নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনায় করণীয় শীর্ষক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

রবিবার (০২ র্মাচ) সকালে ১১টায় ময়মনসিংহ পুলিশ লাইন টিনশেঠ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে প্রেস বিফিং করেন ড. মোঃ আশরাফুর রহমান, উপ মহা পুলিশ পরিদর্শক ময়মনসিংহ।

আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে ময়মনসিংহ মসিক এলাকায় সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে সাংবাদিকদের মতবিনিময় সভা করেছে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি।

সংবাদ সম্মেলনে মসিক এলাকার ব্যাংক, বিপণীবিতান ও শপিংমলের নিরাপত্তা; ভেজাল খাদ্যদ্রব্য ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ; সার্বিক নিরাপত্তা; আইনশৃঙ্খলা রক্ষা এবং ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করা হয়।

ব্যবসায়ী নেতাদের উদ্দেশে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি বলেন, রমজান উপলক্ষে নানা অজুহাতে পণ্যের দাম বাড়ানো হয়। দ্রব্যমূল্য যাতে না বাড়ে, সেদিকে আপনাদের সজাগ দৃষ্টি রাখতে হবে। প্রতিটি শপিংমলের সামনে এবং আশপাশে স্বেচ্ছাসেবক মোতায়েনের ব্যবস্থা করতে হবে। প্রতিটি মার্কেটে সিসিটিভি ক্যামেরা বসাতে হবে। বড় অঙ্কের টাকা বা মূল্যবান জিনিস বহনের ক্ষেত্রে পুলিশের সহায়তা নেওয়ার আহ্বান জানান তিনি।

উপস্থিত পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, মাহে রমজান উপলক্ষে ছিনতাই, টানাপার্টি, চাঁদাবাজি, অজ্ঞান পার্টি, মলম পার্টির অপতৎপরতা রোধে পুলিশি টহল আরও জোরদার করতে হবে।

তিনি আরও বলেন ময়মনসিংহ  শহরের অন্যতম সমস্যা হচ্ছে যানজট। রমজানে যানজট নিরসনে ময়মনসিংহ ট্রাফিক বিভাগ ও ক্রাইম বিভাগের পুলিশ সদস্যদের পাশাপাশি অতিরিক্ত ফোর্স মোতায়েন থাকবে। সবাইকে ট্রাফিক আইন মেনে চলার অনুরোধ করেন তিনি। সবার আন্তরিক সহযোগিতায় রমজান মাস সুন্দরভাবে শেষ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন ড. মোঃ আশরাফুর রহমান।

সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে আরো বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মো: মোখতার আহমেদ , পুলিশ সুপার ,  কাজী আখতার উল আলম ।

সাংবাদিকদের মাঝে ময়মনসিংহ নগরীর নিরাপত্তা নিশ্চিত করনে ও যানজট নিরসনে বিভিন্ন মত জানান সাংবাদিক অমিত দে, জয়নাল আবেদিন, আশিকুর রহমান মিঠু, কামাল, সুলতান রহমান বাপ্পি ও সজীব রাজভর বিপিন ।

আরও পডুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

6 + seven =

- Advertisment -spot_img

সবচেয়ে পঠিত